এগরা বিস্ফোরণ কান্ডে রাজ্যের কাছে রিপোর্টে চাইলো জাতীয় মানবাধিকার কমিশন। শুক্রবার রাজ্য সরকারকে মানবাখিকার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে আগামী একমাসের মধ্যে রিপোর্ট জমা করতে। মঙ্গলবার দুপুরে পূর্ব মেদিনীপুরের এগরায় এই তৃণমূল নেতার বোমা তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারান অন্তত ১০জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪জন। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে দগ্ধ দেহ দূরে দূরে ছিটকে পড়ে। মূল অভিযুক্ত ভানু বাগ গতকাল রাতে ওডিশার একটি হাসপাতালে মারা গিয়েছেন।
ভানু এলাকায় পরিচিত তৃণমূল নেতা। গত পঞ্চায়েতে তাঁর পুত্রবধূ দলের প্রার্থী ছিলেন। এর আগে পুলিশ ভানুকে ধরলেও ছাড়া পেয়েছে। ভানুর কারখানায় তিনবার বিস্ফোরণ হয়েছে বলে দাবি স্থানীয়দের। তার এক ভাইও মারা গিয়েছিল, বলছেন তাঁরাই।
Comments :0