মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ যাচ্ছেন। কিন্তু চা বলয়ে শ্রমিকদের স্বার্থ দেখেননি রাজ্য বা কেন্দ্রের সরকার।
বুধবার মুখ্যমন্ত্রী সফর ঘিরে এক প্রশ্নে সংবাদমাধ্যমে এই মন্তব্য করেছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। ইনসাফ যাত্রা নিয়ে তৃণমূলের নেতা-মন্ত্রীদের মন্তব্য ঘিরে প্রশ্নেরও জবাব দেন তিনি।
চক্রবর্তী বলেন, ‘‘ইনসাফ যাত্রা ব্রিগেডে আসবে। অনেকেরই মাথাব্যথার কারণ হবে।’’
এদিনই উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রয়েছে অন্য কিছু কর্মসূচি।
এক প্রশ্নে চক্রবর্তী বলেন, ‘‘ব্যক্তিগত কাজে গেছেন, সরকারি ব্যবস্থাপনায়। মুখ্যমন্ত্রী যাবেন পিছন পিছন বিরোধী দলনেতা যাবেন। তার পিছনে আবার কোনও মন্ত্রী যাবেন। চা বলয়ের শ্রমিকদের স্বার্থ কি কেন্দ্রের সরকার যা দেখবে বলেছিল দেখেছে? না। রাজ্যের সরকার যা দেখবে বলেছিল দেখেছে? না।’’
তাঁর সংযোজন, ‘‘রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার লুট করবে কিন্তু ভাষণ দেওয়ার জন্য হাজির হবে।’’
উল্লেখ্য, চা বলয়ে একের পর এক চা বাগান আচমকা বন্ধ হয়ে চলেছে। পুজোর আগে বোনাস নিয়েও চুক্তি ঝুলিয়ে রেখেছে মালিকপক্ষ। টানা একজোটে আন্দোলন করেছেন সব অংশের চা শ্রমিকরা। চা শ্রমিকদের যৌথ মঞ্চের আন্দোলনে চুক্তি সই করেও বাগান বন্ধ করা হয়। রাজ্য সরকারের মালিক তোষণের আচরণে তীব্র ক্ষোভ বারবার জানিয়েছেন চা বলয়ের শ্রমজীবীরা।
ইনসাফ যাত্রা প্রসঙ্গেই মন্তব্য করেছেন তৃণমূল সরকারের বন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাঁসদা। তিনিই জানিয়েছেন যে ‘নজর রাখা হচ্ছে যাত্রার ওপর’। মে মাসে এখানেই হাজির হয়েছিলেন তৃণমূল সাংাসদ অভিষেক ব্যানার্জি। তাঁর থাকার জন্য দামি তাঁবু, আলোর এলাহি ব্যবস্থা ছিল।
মন্ত্রী বলেছেন যে তিনি জানেন ইনসাফ যাত্রার পদযাত্রীরা কোনও একজনের বাড়িতে থাকছেন।
তৃণমূলের একাংশ আবার ইনসাফ যাত্রা ঘিরে ‘সিপিআই(এম)’র অভিযুক্ত নেতানেত্রীদের’ জড়ো করার অভিযোগ তুলছে।
এ সংক্রান্ত এক প্রশ্নে চক্রবর্তী বলেন, ‘‘মানুষ ইনসাফ চায়। অপরাধী ছত্রধর মাহাতোকে যারা দলের সাধারণ সম্পাদক করে সেই তৃণমূলের এসব প্রশ্ন করার কোনও অধিকার নেই। জ্ঞানেশ্বরী একস্প্রেসে নাশকতার ঘটনায় সিবিআই রিপোর্টের তদন্ত কার্যকর করেননি মমতা ব্যানার্জি। নন্দীগ্রামে কেউ জমি নেয়নি। তারপর মমতা বলেছেন অধিকারীদের চটি পুলিশ গিয়েছিল। সিবিআই তদন্তের কথা বলেছিলেন। সেই সিবিআই তদন্তের রিপোর্ট এতটুকুও গ্রহণ করার পথে যাননি।’’
ইনসাফ যাত্রার মেজাজ মনে করিয়ে চক্রবর্তী বলেন, ‘‘যুবকেরা রাস্তায়। রাজ্য এফোঁড় ওফোঁড় করে ইনসাফ যাত্রা চলছে তাঁদের স্যলুট জানাচ্ছি। তাঁরা দামি তাঁবু খাটিয়ে যাত্রা করছে না। পায়ে হেঁটে যাত্রা করছে। এই যাত্রা ব্রিগেডে আসবে। মাথাব্যথার কারণ হবে।’’
CM NORTH BENGAL SUJAN CHAKRABARTY
চা শ্রমিকদের স্বার্থ দেখেনি রাজ্য বা কেন্দ্র, মমতার সফর প্রসঙ্গে চক্রবর্তী
×
Comments :0