Covid booster dose

বুস্টার ডোজে কোন ছাড় নেই বয়স্কদের

জাতীয়

৬০ ঊর্ধ্বদের জন্য করোনা প্রতিষেধকের প্রথম এবং দ্বিতীয় ডোজ বিনামুল্য দেওয়া হলেও বুস্টার ডোজ হিসাবে ন্যাসাল প্রতিষেধন বিনামুল্যে দেওয়া হবে না। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, ৩৮৬ টাকা দিয়ে বেসরকারি হাসপাতাল থেকে প্রতিষেধকটি নিতে হবে। তবে কত সংখ্যক প্রতিষেধক হাসপাতাল গুলিতে আসবে তার কোন তথ্য কেন্দ্রীয় সরকার বা স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে পাওয়া যায়নি। 

দিল্লি’র রাজ্য সরকারের পক্ষ থেকে জানাো হয়েছে কো-উইন অ্যাপের মাধ্যে কোন বুস্টার ডোজ বুকিং করা যাবে। 

গোটা দেশে ৯০ শতাংশ মানুষ করোনা প্রতিষেধকের দুটি ডোজ নিলেও বুস্টার ডোজ নেওয়ার হার অনেকটাই কম। এই পরিস্থিতিতে গোটা বিশ্বে হঠাৎ করে করোনা সংক্রমণ বাড়ার কারণে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ নেওয়ার ওপর জোড় দিচ্ছে কেন্দ্র। সেই ক্ষেত্রে বয়স্কদের ছাড় না দেওয়ার ক্ষেত্রে এবং বেসরকারি হাসপাতাল গুলির হাতে প্রতিষেধক তুলে দেওয়া নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।  

Comments :0

Login to leave a comment