Heatwave kolkata

রবিবার পর্যন্ত তাপ প্রবাহের হলুদ সতর্কতা জারি কলকাতা সহ দুই চব্বিশ পরগনায়

কলকাতা

বসন্তের শেষে তীব্র দাবদাহে পুড়ছে চলেছে কলকাতা সহ দুই চব্বিশ পরগনা। ১ল বৈশাখেও থাকবে এই তাপপ্রবাহের রেশ। গরম থাকবে দক্ষিন বঙ্গের সমস্ত জেলাতেই। আপাতত বৃষ্টি বা কাল বৈশাখীর কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী চারদিন অর্থাৎ ১৬ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দিনের বেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশেই থাকবে। সঙ্গে থাকবে শুষ্ক গরম হাওয়া। রাত হলে কিছুটা গরম কমলেও অস্বস্তি থাকবে। এই পরিস্থিতিতে দুপুরের দিকে যতটা কম ঘরের বাইরে বেরনো যায় ততটাই ভাল বলে মনে করছেন চিকিৎসকরা। তবে কাজের জন্য যারা নিয়মিত বাইরে থাকেন তাদের গরমে প্রচুর জল খাওয়ার নির্দেশ দিয়েছেন তারা। গরম ও তাপপ্রবাহের জেরে অনেকেই অসুস্থ্য হয়ে পরেছেন। সেই কারণে সতর্ক থাকতে বলছেন চিকিৎসক মহল। নিয়মিত জল খাওয়া, সুতির পোষাক পড়া, হালকা খাওয়ার খাওয়া ছাতা ব্যবহার করা। প্রয়োজনে দিনে এক থেকে দুবার নুন চিনির জনও খাওয়া যেতে পারে। 


এরই মধ্যে ভিষন গরমে জয়কৃষ্ণপুরে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পরে ৩ স্কুল ছাত্রী। দক্ষিণ ২৪ পরগনার রায়দীঘির কাছে জয়কৃষ্ণপুরের এএন বিদ্যাপিঠের তিন ছাত্রী গরমে অসুস্থ্য হয়ে পড়ায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুরে ক্লাস চলাকালীনই অসুস্থ হয়ে পরে তারা। চিকিৎসার জন্য রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাদের স্যালাইন ও অক্সিজেন দেওয়া হয়। ওই তিন ছাত্রীরই শ্বাসকষ্টের সমস্যা ছিল বলে জানা গিয়েছে।

Comments :0

Login to leave a comment