বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় নিউটাউনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। বছরের প্রথম দিনেই সহপাঠীকে হারিয়ে ক্ষোভে ফেটে পড়েন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।
আলিয়ার পড়ুয়ারা জানাচ্ছেন, বিকেলে সাড়ে চারটে নাগাদ ইউনিভার্সিটি থেকে হেঁটে ইকোস্পেসের দিকে যাচ্ছিলেন ভূগোলের স্নাতক স্তরের পড়ুয়া শাকিল আহমেদ। সেই সময় কদম পুকুর মোড়ের দিক থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি তাঁকে ধাক্কা মারে। শাকিল ছিটকে পড়েন পাশের সার্ভিস রোডে। শাকিলকে ধাক্কা মেরেই সেখান থেকে চম্পট দেয় ঘাতক গাড়িটি। গুরুতর জখম অবস্থায় ১৫ মিনিটের বেশি সময় সার্ভিস রোডেই পড়ে ছিলেন মুর্শিদাবাদের ইসলামপুরের বাসিন্দা শাকিল।
ঘটনার খবর পেয়ে শাকিলকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গোটা ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অবিলম্বে অভিযুক্ত চালককে গ্রেপ্তারির দাবিতে নিউটাউনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ শুরু হয়েছে।
Comments :0