বাংলায় রাহুল ভারত জোড় ন্যায় যাত্রার প্রথম পর্বে ছেঁড়া হয়েছিল ফ্লেক্স। এবার মালদহে যাত্রার দ্বিতীয় পর্বে ভাঙা হলো রাহুল গান্ধীর গাড়ির কাঁচ। কংগ্রেসের অভিযোগ পরিকল্পিত ভাবে রাহুলের গাড়ির ওপর এই আক্রমণ করা হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির কথায় রাহুল দেওয়ানগঞজে পৌঁছানোর পর সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বহু মানুষ। সেই সময় ভীড়ের মধ্যে ইঁট মেরে গাড়ির পিছনের কাঁচ ভেঙে দেওয়া হয়।
এর আগে আসামে রাহুলের এই কর্মসূচির ওপর হামলা হয়েছে। আক্রান্ত হয়েছে ওই রাজ্যের কংগ্রেস নেতৃত্ব। এরাজ্যেও বার বার প্রশাসনিক অসহযোগীতার অভিযোগ তুলেছে কংগ্রেস।
Comments :0