স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় রিষড়া।গত রবিবার থেকে চলা বিক্ষিপ্ত ভাবে কয়েকটি জায়গায় অশান্তির জেরে রিষড়ার জন জীবনে প্রভাব পড়েছিল। দোকান বাজার বন্ধ হয়েছিল। আজ সকাল থেকে চার নম্বর গেট এলাকায় সব্জির বাজার খোলা রয়েছে । মুদিখানা সহ জরুরি সামগ্রী কিনতে বেরিয়েছেন বাসিন্দারা। এলাকায় রয়েছে পুলিশ পিকেট, টহল দিচ্ছে পুলিশ।
সব্জী বিক্রেতা শম্ভু দেবনাথ জানান দু দিন ধরে দোকান বন্ধ ছিলো।অনেক সব্জী নষ্ট হয়েছে।আজ কিছু দোকান খুলেছে বাজারের।কিন্তু মানুষ অনেক কম।দু দিন ধরে আতঙ্কে ছিলাম ,এমন পরিস্থিতি দেখিনি কখনও। আমরা চাই সব কিছু মিটে যাক।সবাই একসাথে শান্তি পূর্ন ভাবে থাকুক।পাশাপাশি সবজি বিক্রেতাদের দাবি পুলিশকে সামনে দেখে মনোবল বাড়ছে।
চার নম্বর রেল গেটে অশান্তির জেরে বন্ধ হয়েছিল ট্রেন চলাচল।সেইখানে কি পরিস্থিতি তা গতকালই দেখতে এসেছিলেন রাজ্য পাল সি ভি আনন্দ বোস।শান্তি প্রতিষ্ঠায় কড়া বার্তা দিয়েছেন রাজ্য পাল।তাই পুলিশ প্রশাসন সক্রিয় হয়েছে আরো বেশি করে।অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে অশান্ত এলাকায়।রেল গেটে পুলিশ পিকেট বসানো হয়েছে।পাশাপাশি জমায়েত ঠেকাতে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়নি।ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল।তা এখনো স্বাভাবিক করা হয়নি।
Rishra Violence
স্বাভাবিক ছন্দে ফিরতে চাইছে রিষড়া
×
Comments :0