Salim

খাদককে খাদ্য মন্ত্রী করেছিলেন মমতা : সেলিম (দেখুন ভিডিও)

রাজ্য কলকাতা

রেশন দুর্নীতির প্রতিবাদে সোমবার মির্জা গালিব স্ট্রিটে খাদ্য দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করলো কলকাতা জেলা সিপিআই(এম)। এদিনের বিক্ষোভ সমাবেশে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রেশন সহ রাজ্যে ঘটে যাওয়া একাধিক দুর্নীতি নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন সেলিম। 

সেলিম বলেন, ‘‘গরীব মানুষের জন্য তৈরি হয়েছিলে রেশন ব্যবস্থা। গরীব মানুষের খাদ্য লুঠ করেছে তৃণমূল। মিড ডে মিলের চাল, ডালও লুঠ করা হয়েছে এই সরকারের আমলে। একজন খাদককে খাদ্য মন্ত্রী করেছিলেন মমতা ব্যানার্জি।’’
উল্লেখ্য রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী ঘনিষ্ট বাকিবুর রহমান গ্রেপ্তার হওয়ার পর তার একের পর এক সম্পত্তির খোঁজ পাওয়া যাচ্ছে। একাধিক চাল কলের হদিস পাওয়া গিয়েছে। এই প্রসঙ্গ টেনে সেলিম বলেন, ‘‘চাষিদের বাধ্য করা হচ্ছে নির্দিষ্ট চাল কলের মালিকদের কাছে কম দামে চাল বিক্রি করার জন্য। আসলে খাদ্য দ্রব্য নিয়ে গোটা একটা দুর্নীতি চক্র চালাচ্ছে তৃণমূল।’’ 


তৃণমূল সরকারের আমলে জ্যোতিপ্রিয় মল্লিকের দাদাকে পিএসসি এবং মেয়েকে উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব করা হয়েছে মন্ত্রীর মেয়ে প্রিয়দর্শিনী মল্লিককে। সেই প্রসঙ্গ তুলে এদিন সেলিম বলেন, ‘‘লুঠ করার জন্য সাংবিধানিক সংস্থায় জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে, দাদাকে বসিয়েছে মমতা।’’ তিনি আরও বলেন, ‘‘এই দপ্তরের কর্মীদের সাথে কোন বিরোধ নেই। তারাও বঞ্চিত। ডিএ পাচ্ছে না। আমাদের বক্তব্য প্রতিটা দপ্তরের যত দুর্নীতিবাজ রয়েছে তাদের বুকে কাঁপক ধরাতে হবে।’’ 
উল্লেখ্য জ্যোতিপ্রিয়’র বাড়িতে যখন ইডি তল্লাসি চলছে তখন মমতা ব্যানার্জি সাংবাদিক সম্মেলন করে বলেন, ‘বালুর সুগার আছে। ও মারা গেলে ইডি’র বিরুদ্ধে এফআইআর করবো আমরা।’ সেলিমের কথায়, ‘‘বকটুই কান্ডের সাক্ষী সিবিআই হেপাজতে খুন হয়েছেন। মমতা আগেই বলে দিচ্ছে বালু মরে যাবে, কেন বলছে? মমতা শুধুমাত্র ভাইপোকে বাঁচানোর জন্য তিনি গোটা রাজ্য এবং রাজ্যের মানুষকে বাজিতে ধরেছে। আমাদের শপথ নিতে হবে এই বাজিতে বাংলাকে হারাতে দেবো না। কালিঘাটের টালির চালের তলায় গিয়ে দেখতে হবে কোথায় টাকা পাচার হয়েছে।’’
মহম্মদ সেলিম ছাড়া সিপিআই(এম) জেলা এবং রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে বক্তব্য রাখা হয়। সভা শুরু আগে সিপিআই(এম) কর্মী সমর্থকরা খাদ্য ভবন ঢোকার চেষ্টা করলে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি বেঁধে যায়।

Comments :0

Login to leave a comment