Salim Slams TMC

দুর্নীতি নিয়ে তৃণমূলকে আক্রমণ সেলিমের

রাজ্য

‘‘দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে রাজ্য চালাচ্ছে তৃণমূল। রাস্তায় লোকে তৃণমূল দেখলে চোর বলছে।’’ শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে শাসকদলকে ঝাঁঝালো আক্রমণ করে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একথা বলেছেন। তৃণমূলের পক্ষ থেকে ‘চিরকূট’ তথ্য নিয়ে যে প্রচার চালাবার চেষ্টা করা হচ্ছে, সেই প্রসঙ্গে এদিন তিনি বলেন, ‘‘চিট ফান্ড, নিউটাউন নিয়ে মমতা ব্যানার্জি একাধিক ফাইল কাগজ দেখিয়ে বামফ্রন্টের দুর্নীতি ধরবেন বলেছিলেন, এখন বলছেন ফাইল হারিয়ে গেছে। আমরা চ্যালেঞ্জ করছি তদন্ত করুন। আসলে মমতা ব্যানার্জি নিজের অপরাধ ঢাকতে অন্যকে অপরাধী সাজাচ্ছেন’’।

শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি প্রসঙ্গে সেলিম বলেন, ‘‘শিক্ষকদের উন্নতির জন্য বামফ্রন্ট আমলে বেতন কাঠামো থেকে শুরু করে একাধিক নিয়োগ ব্যবস্থা চালু করে এসএসসি, মাদ্রাসা সার্ভিস কমিশন ইত্যাদি তৈরি হয়। তৃণমূল তা ধংস করে দিচ্ছে। টাকার বিনিময় চাকরি দিয়ে দুর্নীতিতন্ত্র প্রতিষ্ঠা করেছে’’। একই সাথে তিনি বলেন, বাম আমলে যোগ্য নিয়োগ হয়েছিল বলেই এখনও কলেজ, স্কুলে পরীক্ষা হচ্ছে, ক্লাস হচ্ছে, সরকারি অফিসে কাজ হচ্ছে। সেই সময়কার কর্মীরাই যখন অবসর গ্রহণ করছে তাঁদের আবার নতুন করে কাজে পুনর্বহাল করা হচ্ছে কারণ মমতা ব্যানার্জি জানেন যে, টাকার বিনিময়ে তারা যে অযোগ্যদের নিয়োগ করেছেন, তাঁদের দিয়ে কোনো কাজ হবে না। পাশাপাশি, ১০০ দিনের কাজের দুর্নীতি নিয়ে ফের শ্বেতপত্র প্রকাশের দাবি করেন সেলিম।

Comments :0

Login to leave a comment