নারী নির্যাতন বিরোধী কর্মসূচি হলো সোদপুরের স্কুলে।
গত ২৫ এবং ২৬ অক্টোবর সোদপুর সুশীলকৃষ্ণ শিক্ষায়তনের বালিকা বিভাগ ‘মনে করিয়ে দেওয়ার উৎসব’ করে । অংশ নেন স্কুলের প্রাক্তনী, শিক্ষিকা এবং বর্তমান পড়ুয়ারা।
অনুষ্ঠানটি হয় সোদপুর ক্লাব পুজো প্রাঙ্গণে। স্কুল জানাচ্ছে, গত পঞ্চাশ বছরের নারী নির্যাতনের ঘটনাগুলি আরো একবার মনে করিয়ে দিতে এই কর্মসূচি।
২৫ তারিখ সাইক্লোন ‘দানা’-র প্রভাবে দর্শক কম ছিল। ২৬ তারিখ ভাল সাড়া মিলেছে। স্কুলের ছাত্রী বাদে পাঁচশোর বেশি দর্শক সেন প্রদর্শনীতে। মতামতও জানান।
স্কুলের বক্তব্য, কেবল আর জি কর হাসপাতালে চিকিৎসকের হত্যাকাণ্ডই কর্মসূচির একমাত্র কারণ ছিল না। তবে ওই ঘটনাই কর্মসূচির মূল কারণ। এই থিমে শুধুমাত্র নারী নির্যাতনই নয়, পুরুষ এবং তৃতীয় লিঙ্গের মানুষের ওপর অত্যাচারের কাহিনীও বাদ পড়েনি।
SCHOOL PROGRAM ON VIOLENCE AGAINST WOMEN
নারী নির্যাতন রোধে বিশেষ কর্মসূচি সোদপুরের স্কুলে
×
Comments :0