TMC BJP Clash Khejuri

খেজুরিতে বোমা গুলি, আহত পুলিশ সহ কয়েক জন

রাজ্য

TMC BJP Clash Khejuri গুলিবিদ্ধ শুকদেব মন্ডল


পঞ্চায়েত বোর্ড গঠন ঘিরে দফায় দফায় উত্তপ্ত বিভিন্ন জেলা। একাধিক জায়গায় কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়েছে। এদিন সকালে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বোর্ড গঠনে চলল গুলি বোমা। গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের খেজুরি- ২ ব্লকের নিচকসবা এলাকায়। বিজেপি এবং তৃণমূলের গোলাগুলিতে এলাকার মানুষ আতঙ্কিত। বিরোধী বিধায়কের বক্তব্য পঞ্চায়েতে বোর্ড গঠন করতেই তাঁদের ওপর লাঠি রড বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়ে তৃণমূলের লোকজন। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে বিজেপি নির্বাচিত প্রধান মৌসুমি মন্ডলের স্বামী শুকদেব মন্ডল সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী জখম হন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে মার খেয়েছেন তালপাটি কোস্টাল থানার থানার ওসি সহ বেশ কয়েকজন পুলিশকর্মীও।


নিচকসবা পঞ্চায়েতের মোট ২৮টি আসনের মধ্যে ১৬টিতে বিজেপি ও ১২টি আসন গিয়েছে তৃণমূলের দখলে। স্বাভাবিক ভাবেই পঞ্চায়েতে বোর্ড গঠন করে বিজেপি। প্রধান নির্বাচিত হন মৌসুমি মন্ডল। বোর্ড গঠনের কিছু পরেই তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে আচমকাই সংঘর্ষ বেঁধে যায়। বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকেরা গায়ের জোরে বোর্ড গড়তে চেয়েছিল। কিন্তু সুবিধে করতে না পেরেই গুলি চালিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে পাল্টা বোমাবাজির অভিযোগ করেছে তৃণমূল।

Comments :0

Login to leave a comment