MEN'S T-20 WORLD CUP

টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশিত, ৯ জুন ভারত পাকিস্তান ম্যাচ

খেলা

T20 WORLD CUP INDIA PAKISTAN SPORTS NEWS CRICKET NEWS BENGALI NEWS

২০২৪ পুরুষদের টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশিত হল শুক্রবার। ভারত রয়েছে টুর্নামেন্টের গ্রুপ-এ’তে। এই গ্রুপে ভারত ছাড়াও রয়েছে পাকিস্তান, আয়ারল্যান্ড,কানাডা এবং আমেরিকা। 

এবারের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো সহ ক্যারিবিয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হবে। 

আইসিসি’র প্রকাশিত সূচি অনুযায়ী, ৫ জুন বিশ্বকাপ অভিযান শুরু করবেন সূর্যকুমার যাদবরা। খেলা হবে নিউ ইয়র্ক স্টেডিয়ামে। একই স্টেডিয়ামে ৯ জুন মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এরপর ১২ জুন ভারতের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। ১৫ জুন গ্রুপের শেষ ম্যাচে কানাডার মুখোমুখি হবে ভারত। 

২০২৪ পুরুষদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মূলপর্বে অংশ নিচ্ছে মোট ২০টি দল। ৫টি দলের ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলিকে। 

গত টি-২০ বিশ্বকাপজয়ী ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া  রয়েছে গ্রুপ বি’তে। নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ রয়েছে গ্রুপ সি’তে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা রয়েছে গ্রুপ ডি’তে। 

সূচি অনুযায়ী, প্রতিটি গ্রুপ থেকে ২টি করে দল সুপার এইটের যোগ্যতা অর্জন করবে। ২৬ এবং ২৭ জুন সেমিফাইনাল  হবে। প্রথম সেমিফাইনাল হবে গুয়ানা’র প্রভিডেন্স স্টেডিয়ামে। দ্বিতীয় সেমিফাইনাল হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমি স্টেডিয়ামে। ২৯ জুন বার্বাডোজের কেনসিংটন ওভালে ফাইনাল অনুষ্ঠিত হবে। 

 

Comments :0

Login to leave a comment