জম্মু ও কাশ্মীরের পুঞ্চে বিস্ফোরণে পাঁচ ভারতীয় সেনার মৃত্যুর ঘটনায় সন্ত্রাসবাদী যোগ দেখছে জম্মু ও কাশ্মীরের পুলিশ। শুক্রবার পুলিশের সূত্র জানিয়েছে যে প্রাথমিক অনুসন্ধানে সন্ত্রাস বাদী সংগঠন লস্কর ই তৈবার অন্তত সাত সদস্যের যোগ মিলেছে।
বৃহস্পতিবার পুঞ্চে, নিয়ন্ত্রণরেখার সাত কিলোমিটার দূরে ঘন জঙ্গল ঘেরা এলাকায় বিস্ফোরণে নিহত হয়েছেন রাষ্ট্রীয় রাইফেলসের পাঁচ জওয়ান, আহত আরও একজন। পুলিশ সূত্র জানিয়েছে, রকেট চালত গ্রেনেড এবং অ্যাসল্ট রাইফেল চালিয়ে হামলা করেছে সন্ত্রাসবাদীরা। এই নিয়ে পরপর চারবার পুঞ্চ-রাজৌরি এলাকায় সেনার ওপর হামলা হয়েছে। নিরাপত্তা বাহিনী বাটা-ডোরিয়া এলাকার ঘন জঙ্গলে ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবাদীদের খোঁজে ড্রোন এবং প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হচ্ছে। পুরো এলাকাটি ঘিরে রাখা হয়েছে।
কর্মকর্তারা বলেছেন যে নিয়ন্ত্রণ রেখা বরাবর নজরদারির মধ্যে রাজৌরি এবং পুঞ্চের জেলাগুলিতে একটি তীব্র সতর্কতা জারি করা হয়েছে। ঘটনার পর ভিম্বার গালি-পুঞ্চ সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বাসিন্দাদের মেনধার হয়ে পুঞ্চে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আধিকারিকরা জানিয়েছেন, এনআইএ-এর একটি এলাকায় যাবে। রাষ্ট্রীয় রাইফেলসের এই বাহিনীকে মোতায়েন করা হয় সন্ত্রাসবাদী হামলা সামাল দেওয়ার জন্য।
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার বৃত্তান্ত অতি সম্প্রতি সামনে এসেছে প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক সংবাদমাধ্যমে মুখ খোলায়। ২০১৯’র ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় হামলায় আধাসেনার ৪০ জওয়ান নিহত হন। তারপর পাকিস্তানের বালাকোটে হামলা বিমানহানা চালিয়ে সন্ত্রাসবাদী ঘাঁটি নিকেশ করার দাবি জানায় মোদী সরকার। এই প্রচার সামনে রেখে নির্বাচনও লড়ে। কেন্দ্রীয় শাসনেই ওই হামলা হয়। মালিক বলেছেন, এত বড় নাশকতার পিছনে অভ্যন্তরীণ নিরাপত্তায় গাফিলতিই দায়ী।
Comments :0