Left Front Rally Kolkata

বামেদের কর্মসূচিকে ঢাকতে একসাথে পথে নামলো বিজেপি এবং তৃণমূল

রাজ্য

একশো দিনের কাজে কেন্দ্রীয় সরকারের বরাদ্দের দাবিতে এবং রাজ্যের শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে বুধবার মৌলালি রামলীলা পার্ক থেকে পার্ক সার্কাস পর্যন্ত মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে। এই একই দিনেই আম্বেদকর মূর্তির সামনে মুখ্যমন্ত্রীর ধর্ণায় বসার কথা থাকলেও শ্যামবাজারে বিজেপির অবস্থান মঞ্চের কোন নির্ধারিত কর্মসূচি ছিল না। হঠাৎ করেই শ্যামবাজার মেট্রো স্টেশনের পাশে ৪০ ফুটের মঞ্চ বেঁধে অবস্থানে বসছে রাজ্য বিজেপি। ‘তৃণমূল নেত্রী’ ধর্ণায় বসছে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে। অপর দিকে বিজেপি অবস্থানে বসছে কেন্দ্রে টাকা তছরুপের বিরুদ্ধে।
১০০ দিনের টাকা বাকি থাকার বিষয়কে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি একে ওপরকে নিশানা করেছে। কিন্তু কোন শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি দুই পক্ষ। সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে যখন এই বিষয় প্রশ্ন করা হয় তিনি বলেন, ‘‘একশো দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না বলে ধরনায় বসবেন মমতা ব্যানার্জি। আমরা দাবি করছি একশো দিনের কত টাকার কাজ হয়েছে, কত টাকা বকেয়া আছে তা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি কেন্দ্র বলছে প্রকল্পের টাকা চুরি হয়েছে। তাহলে কত টাকা দেওয়া হয়েছে, কত টাকা চুরি হয়েছে তা নিয়েও শ্বেতপত্র প্রকাশ করুক কেন্দ্র। তাহলে সব নাটকের অবসান হবে। না হলে ফের প্রমাণ হবে, দিদি- মোদীর মধ্যে সাঁটগাঁট কতটা পোক্ত।’’

Comments :0

Login to leave a comment