Patuli

পাটুলিতে ডিওয়াইএফআইয়ের পোস্টার ছিঁড়লো তৃণমূল

জেলা কলকাতা

নতুন বছরের শুরুতেই আক্রান্ত গণতান্ত্রিক অধিকার। আগামী ৭ জানুয়ারি ডিওয়াইএফআইয়ের ডাকে ব্রিগেড সমাবেশ। সেই সমাবেশকে কেন্দ্র করে পাটুলি এলাকায় ডিওয়াইএফআই উপনগরী পশ্চিম ইউনিটের পক্ষ থেকে পোষ্টার প্রদশর্নীর আয়োজন করা হয়েছিল।

 

এদিন সকালে সেই পোস্টার গুলো মাটিতে ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখেন সংগঠনের কর্মীরা। তাদের অভিযোগ গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা পোস্টার ছিঁড়ে ফেলে দিয়েছে এবং সংগঠনের পতাকা ও খুলে নিয়ে গেছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন