একশো দিনের কাজে কেন্দ্রীয় সরকারের বরাদ্দের দাবিতে এবং রাজ্যের শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে মঙ্গলবার বামফ্রন্টের উদ্যোগে জেলায় জেলায় শুরু হয়েছে প্রচার ও মিছিল। কোথাও পথসভা সংগঠিত করে, কোথাও স্লোগান মুখর মিছিলে রাজ্যের গ্রামাঞ্চলের মানুষের স্বার্থে দাবি তোলা হয়েছে।
রাজ্যবাসীর স্বার্থে আঘাত করে কেন্দ্রীয় সরকার যেভাবে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের প্রকল্পে বরাদ্দ বন্ধ করেছে এবং তৃণমূল সরকার যেভাবে সর্বাত্মক দুর্নীতি চালাচ্ছে, তার বিরুদ্ধে বামফ্রন্ট মঙ্গলবার তিন দিনের এই কর্মসূচী শুরু করেছে। বুধবার কলকাতায় কেন্দ্রীয় মিছিল হবে বামফ্রন্টের উদ্যোগে। মৌলালির রামলীলা ময়দান থেকে দুপুর ৩টেয় মিছিল শুরু হবে, আচার্য জগদীশ চন্দ্র বসু রোড ধরে মিছিল এগিয়ে যাবে পার্ক স্ট্রিট ধরে পার্ক সার্কাস ময়দানের দিকে। পার্ক সার্কাসের লেডি ব্র্যাবোর্ন কলেজের সামনে গিয়ে শেষ হবে মিছিল এবং সেখানে সভা হবে।
Comments :0