vigyan abhikhsha Maldah

মালদহে বিজ্ঞান অভীক্ষার ফল প্রকাশ

জেলা

ফল প্রকাশ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নেতৃবৃন্দ। ছবি: উৎপল মজুমদার

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, মালদহ জেলা পরিচালিত "বিজ্ঞান অভীক্ষা ২০২৩'র এর ফল প্রকাশিত হলো। 

এ বছর তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণির ৪১ হাজার ৮৯৪ ছাত্র-ছাত্রী অভীক্ষায় বসবার জন্য রেজিস্ট্রেশন করেছিল। এর মধ্যে ছাত্র ছিল ২৩১৪২ জন এবং ছাত্রী ১৮৭৫২ জন। গত ২ অক্টোবর অভীক্ষা হয়।

       মালদহ জেলার ৬১৮টি বিদ্যালয় অংশগ্রহণ করেছিল এবং ২৫৮টি অভীক্ষা কেন্দ্রে অভীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

    মোট ৩৭৬৩৭ জন ছাত্র-ছাত্রী কৃতকার্য হয়েছে। পুরস্কার এবং সার্টিফিকেট, প্রতিটি বিদ্যালয় আগামী ১০/১২ দিনের মধ্যে পৌঁছে দেবার ব্যবস্থা করা হবে, জানিয়েছে বিজ্ঞান মঞ্চ।

Comments :0

Login to leave a comment