মাধ্যমিকের প্রশ্ন ফাঁস নিয়ে বহুবার অভিযোগ ওঠে। তবে এবার আর প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে আপস করতে নারাজ পর্ষদ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার আগেই মাধ্যমিক নিয়ে যথেষ্ট কড়া ব্যবস্থা নিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। এবার সব মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি লাগানোর কথা বলা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে। কম্পোজিট গ্র্যান্ট থেকে সিসিটিভি লাগানোর ব্যবস্থা করতে হবে বলে জানানো হয়েছে। তবে রাজ্যের সব স্কুলে এখনও পর্যাপ্ত পরিকাঠামো নেই। সেসব স্কুলে এখনই সিসিটিভি লাগানো সম্ভব নয়। তাই যেসব স্কুলের পক্ষে এবার সম্ভব নয়, তারা যেন পরের বার মাধ্যমিক পরীক্ষার আগে এই ব্যবস্থা করে ফেলে, সেই মর্মেও নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের পক্ষ থেকে।
এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২৩ ফেব্রুয়ারি। চলবে ৪ মার্চ পর্যন্ত। রাজ্যে তৃণমূল আমলে বারবার মাধ্যমিক পরীক্ষায় নকল, প্রশ্নপত্র ফাঁস ইত্যাদির অভিযোগ উঠেছে। মূলত এই সমস্যা সামলাতেই সিসিটিভি নজরদারির ব্যবস্থা রাখা হচ্ছিলো। এবারে রাজ্যের সব মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রেই সেই ব্যবস্থা রাখতে বলা হয়েছে। নতুন নিয়মে বলা হয়েছে কোনও পরীক্ষার্থী নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার আগে পরীক্ষা শেষ করলেও প্রশ্নপত্র নিয়ে বাড়ি যেতে পারবে না। তাকে অপেক্ষা করতে হবে পুরো পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত।
Comments :0