মুর্শিদাবাদের নবগ্রামে থানার লকআপের ভেতর মৃত্যু যুবকের। পুলিশের বিরুদ্ধে গোবিন্দ ঘোষ নামের ওই যুবককে পিটিয়ে খুনের অভিযোগ আনছে পরিবার। পরিবারের দাবি, শুক্রবার সন্ধ্যায় লকআপে পুলিশের মারে মৃত্যু ঘটে ওই যুবকের।
মৃত যুবকের মরদেহ নিয়ে আসা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হবে ময়নাতদন্ত। হবে ময়নাতদন্তের ভিডিওগ্রাফি। নবগ্রাম থানা চত্বরে মোতায়েন করা হয়েছে র্যা ফ। পরিবারের অভিযোগ, বিনা দোষে আটক করা হয়েছিল ওই যুবককে। থানার ভিতরেই মারধর করায় মৃত্যু হয় ওই যুবকের। নবগ্রামে মৃত যুবকের বাড়িতে হাহাকার। রয়েছে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ। কেন মারল ? প্রশ্ন পরিবারের।
অন্যদিকে এই ঘটনার জেরে সাসপেন্ড করা হয়েছে নবগ্রাম থানার ওসি অমিত কুমার ভকতকে। শুক্রবার রাতে লকআপের মৃত্যু হয় নবগ্রামের সিঙ্গারের বাসিন্দা গোবিন্দ ঘোষের, এই ঘটনায় সরাসরি নবগ্রাম থানার ওসি’র বিরুদ্ধে অভিযোগ ওঠে। রাতেই এই ঘটনায় উত্তেজনা ছড়ায় থানা চত্বরে। পরিস্থিতি সামাল দিতে টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিশ।
Nabagram
লকআপে মৃত্যুতে পুলিশের বিরুদ্ধেই অভিযোগ নবগ্রামে !
×
Comments :0