Ludhiana gas leak

লুধিয়ানায় গ্যাস লিক করে নিহত ১১

জাতীয়

রবিবার পাঞ্জাবের লুধিয়ানায়া গ্যাস লিকেজের ঘটনায় ১১ জন নিহত এবং ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে গিয়াসপুরায়া, একটি ঘনবসতিপূর্ণ আবাসন সহ শিল্প এলাকায়। সকাল সাড়ে ৭টায় একটি মুদি দোকান থেকে গ্যাস লিক হয় বলে জানা গেছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে চিকিৎসক ও অ্যাম্বুলেন্সও ডাকা হয়।


ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) একটি দল উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
নিহতদের মধ্যে ছয়জন পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন। তারা হলেন সৌরভ (৩৫), বর্ষা (৩৫), আরিয়ান (১০), চুলু (১৬), অভয় (১৩), কল্পেশ (৪০), অজ্ঞাত পরিচয় মহিলা (৪০), অজ্ঞাত পরিচয় মহিলা (২৫), অজ্ঞাত পরিচয় পুরুষ (২৫)। নিহতদের অধিকাংশই পরিযায়ী শ্রমিক।

Comments :0

Login to leave a comment