পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ ঢোকার সময় সন্দেহভাজন এক যুবকে গ্রেপ্তার করা হলো। ধৃত যুবকের সঙ্গে সন্ত্রাসবাদী কার্যকলাপের যোগ আছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তার কাছ থেকে বেশ কিছু কাগজপত্র উদ্ধার হয়েছে। ধৃতকে সোমবার বনগাঁ আদালতে তোলা হলে বিচারপতি ধৃতকে ১৪ দিন পুলিশ হেপাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম তারিকুল ইসলাম। ২৬ বছরের এই যুবকের বাড়ি বাংলাদেশের খুলনায়। দিন দশেক আগে সে পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল।
রবিবার সন্ধ্যায় ফের সে ভারত থেকে পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ যাচ্ছিল। বাংলাদেশ প্রবেশের করার আগে অভিবাসন দপ্তরে কাগজপত্র পরীক্ষার সমায় তার কাছ থেকে একটি ট্যাব, কিছু প্রচারপত্র, ম্যাপ উদ্ধার হয়। এরপরই অভিবাসন দপ্তরের আধিকারীরা তাকে আটক করে। ওই যুবকে উগ্রপন্থী সন্দেহে অভিবাসন দপ্তরের পক্ষ থেকে পরে পেট্রাপোল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সুত্রে আরো জানা গেছে, ধৃত বাংলাদেশী যুবক ২০২১ সালের পর থেকে বেশ কয়েকবার ভারতে এসেছে। ধৃতের কোন সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যোগ আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।
Comments :0