বাম কংগ্রেস সহ ১৪টি রাজনৈতিক দল কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুরের ডিভিসন বেঞ্চে মামলা দায়ের হয়েছে। সুপ্রিম কোর্টে পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৫ এপ্রিল এই মামলার শুনানি হবে। মামলাকারিদের পক্ষ থেকে লড়বেন কংগ্রেস নেতা এবং আইনজীবী অভিষেক মনু সিংভি।
বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে সিবিআই এবং ইডি’র মতো কেন্দ্রীয় তদন্তকারি সংস্থাকে ব্যাবহার করে তাদের কন্ঠ রোধ করা হচ্ছে। তাদের অভিযোগ কোন বিরোধী নেতা দল বদল করে যদি বিজেপিতে চলে যায় তবে তখন তার বিরুদ্ধে দল বদলের পূর্বে কোন অভিযোগ যদি সামনে আসে তা ধামা চাপা দিয়ে দেওয়া হচ্ছে।
এর আগে একাধিক বার কেন্দ্রীয় এজেন্সি নিয়ে সরব হয়েছে বিজেপি বিরোধী দল গুলি। সংসদে সরব হলেও আদালতের দারস্থ তারা কখনও হয়নি। এবার তারা হলেন। এখন দেখার আগামী ৫ এপ্রিল শীর্ষ আদালত এই মামলা নিয়ে কি বলে।
Comments :0