Accident in Taherpur

প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে এসে ট্রেনের ধাক্কায় মৃত চার

রাজ্য জেলা

তাহেরপুরে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে এসে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল চার বিজেপি সমর্থকের। আশঙ্কাজনক অবস্থায় একজনের চিকিৎসা চলছে।
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করবেন নদীয়ার 
তাহেরপুরের নেতাজী পার্কে।‌ থাকবেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করিও।  প্রধানমন্ত্রীর জনসভায় ভীড় বাড়াতে মুর্শিদাবাদ থেকে বাসে করে এসেছিলেন প্রায় ৪০ জন বিজেপি সমর্থক। তাঁদের মধ্যে পাঁচ জন বাস থেকে নেমে রেললাইনের উপর প্রাতঃকৃত্য সারছিলেন। সেই সময় আচমকাই ট্রেন চলে আসে। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে গেলে আরেকজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর-রানাঘাট শাখার তাহেরপুর আর বাদকুল্লা স্টেশনের মাঝে। জানা গেছে মৃতদের বাড়ি মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকায়। প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে তাহেরপুরে এসেছিল তাঁরা। 
এদিন জাতীয় সড়ক সম্পর্কিত দু’টি প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। তারপর রানাঘাট লোকসভা কেন্দ্রের তাহেরপুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী। এমন সময়ে নদীয়ার এই এলাকায় আসছেন যখন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া চলছে। বিজেপি’র প্রতিশ্রুতি ছিল তাহেরপুর সহ নদীয়ার বিস্তীর্ণ এলাকায় বসবাসকারী মতুয়া সম্প্রদায়ের মানুষের নাগরিকত্বর বন্দোবস্ত করবে তারা। কিন্তু এখনও অনেকেই সেই নাগরিকত্ব পাননি। আবার ভোটার তালিকাতেও অনেকের নাম জায়গা পায়নি। রাজ্য পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ প্রধানমন্ত্রী বিমানে কলকাতায় পৌঁছবেন। হেলিকপ্টারে তিনি তাহেরপুরে যাবেন। তাহেরপুর থানার পাশে শ্মশান মাঠের হেলিপ্যাডে নামবেন। সেখান থেকে আনুমানিক সওয়া ১১টায় মোদী পৌঁছবেন নেতাজী পার্ক ময়দানে। আধ ঘণ্টা বরাদ্দ তাঁর প্রশাসনিক সভার জন্য। বারো নম্বর জাতীয় সড়কের কৃষ্ণনগর থেকে বড়জাগুলি পর্যন্ত প্রায় ৬৮কিমি অংশের চারলেন করে তোলার কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বারাসত থেকে বড়জাগুলি পর্যন্ত প্রায় ১৮কিমি অংশের চার লেন করার প্রকল্পের শিলান্যাসও করবেন তিনি। প্রধানমন্ত্রীর জনসভার দিন এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে রেল এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে দুর্ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

Comments :0

Login to leave a comment