Maheshtala Accident

মহেশতলায় দুর্ঘটনায় নিহত ২, প্রতিবাদে স্থানীয়রা

রাজ্য

Maheshtala Accident ক্যাপশন - বুধবার মহেশতলার চন্দননগরে পথ অবরোধ, বিক্ষোভে স্থানীয় বাসিন্দারা।

অনিল কুন্ডু- মহেশতলা


মহেশতলায় এক পথ দুর্ঘটনায় আরিয়ান মোল্লা (১৯) ও সানোয়ার মোল্লা (১৪) নামে ২ জন মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার প্রতিবাদে মৃতদেহ তুলতে পুলিশকে বাধা দেয় স্থানীয় মানুষেরা। তাঁরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। বুধবার বিকালে মহেশতলার চন্দননগর এলাকায় বজবজ ট্রাঙ্ক রোডে মোটরবাইক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়। ঘটনাস্থলেই আরিয়ান মোল্লার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় সানোয়ার মোল্লাকে বেহালার বিদ্যাসাগর হাসপাতাল থেকে কলকাতায় এস এস কে এম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। তাঁদের বাড়ি মহেশতলার চন্দননগর লালপোল এলাকায় বলে জানা গেছে। এদিকে বেহাল বজবজ ট্রাঙ্ক রোড ও রাস্তার উপর বালি থাকায় এই দুর্ঘটনার কারণ বলে অভিযোগ করেন বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দারা। 
দুর্ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ মৃতদেহ তুলতে গেলে বিক্ষোভকারীরা বাধা দেয়। তাঁরা দাবি জানান, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে বজবজ ট্রাঙ্ক রোড। ঘটনাস্থলে মহেশতলার বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান দুলাল চন্দ্র দাসকে আসার দাবিতে তাঁরা সরব হন। কিন্তু তিনি উত্তরবঙ্গে থাকায় আসতে পারবেন না বলে পুলিশ তাঁদেরকে জানায়। প্রায় ২ ঘন্টা ধরে দুর্ঘটনাস্থলে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। রাস্তায় স্ল্যাব ফেলে অবরুদ্ধ করা হয়। মৃত ২ জনের পরিবারকে এক কোটি টাকা করে সরকারি ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তাঁরা। বেহাল রাস্তা দ্রুত মেরামতের দাবিতে তাঁরা সোচ্চার হন। 
বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দারা জানান, বিকেল প্রায় ৪টে নাগাদ মোটরবাইক দুর্ঘটনা ঘটে।রাস্তার পাশে মোটরবাইক রেখে তাঁরা চা খাচ্ছিল। সেই সময় কলকাতা থেকে বজবজ গামী একটি গাড়ি তাঁদেরকে ধাক্কা মারলে ঘটনাস্থলে ১ জনের মৃত্যু হয়। আর ১ জনের মৃত্যু হয় এস এস কে এম হাসপাতালে। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যায়। পরে বজবজ থেকে ওই গাড়িটি আটক করে পুলিশ। গ্রেপ্তার করা হয় গাড়ির চালক ও খালাসিকে। তাঁদের কথায়,বেলা প্রায় সাড়ে ৪টে থেকে দুর্ঘটনাস্থলে পথ অবরোধ, বিক্ষোভ শুরু হয়। মৃতদেহ তুলতে বাধা দেওয়া হয়। প্রায় ২ ঘন্টা পথ অবরোধ, বিক্ষোভ হয়। পরে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করতে নিয়ে যায়।এদিকে ২ জনের মৃত্যুর ঘটনায় চন্দননগর লালপোল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষোভে ফুঁসছেন স্থানীয় মানুষেরা। 

 

Comments :0

Login to leave a comment