2019 Jamia Milia Violence

একাধিক মামলা থেকে শার্জিল-সাফুরাদের মুক্তি দিল দিল্লি আদালত

জাতীয়

২০১৯ জামিয়া মিলিয়া মামলায় শার্জিল ইমাম সহ ১১ জনের আংশিক স্বস্তি। দিল্লি আদালত জামিয়া মিলিয়ার ওই ছাত্রদের একাধিক মামলা থেকে মুক্তি দিল। তবে সফুরা জাগার, শার্জিল ইমাম, আসিফ তানহা সহ ছয়জনের বিরুদ্ধে বহাল রয়েছে সাম্প্রদায়িক হিংসা, লুঠপাঠের মামলা। এর আগে এই একই মামলায় নিম্ন আদালত ওই ১১ জনকে মুক্তি দিয়েছিল। সেসময় নিম্ন আদালত বলেছিল দিল্লি পুলিশ জামিয়া মিলিয়ার ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা ভিত্তিহীন। এবং ছাত্র-ছাত্রীদে বিরুদ্ধে মামলা সাজানো হয়েছে। ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই দিল্লি পুলিশ দিল্লি আদালতে যায়।


মঙ্গলবার উচ্চ আদালতও একই রায় দেয়। জামিয়া মিলিয়ার ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে মামলা করলেও প্রয়োজনীয় প্রমান জোগার করতে পারেনি দিল্লি পুলিশ। প্রসঙ্গত ২০১৯’এ সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে রাস্তা নেমে প্রতিবাদ করেছিল জামিয়া মিলিয়ার ছাত্র ছাত্রীরা। তাদের এই প্রতিবাদে বাধা দিয়েছিল দিল্লি পুলিশ। কার্যত ক্যাম্পাসে ঢুকে মারধর ও লাঠিচার্যও করে পুলিশ। তারপরই বিশ্বাবিদ্যালয়ের প্রায় ১১ জন পড়ুয়ার বিরুদ্ধে হিংসা ছড়ানোর মামলা করে পুলিশ

Comments :0

Login to leave a comment