রবিবার সন্ধ্যায় কেরালার মালাপ্পুরমের তানুর এলাকায় প্রায় ৪০ জন যাত্রী বহনকারী একটি পর্যটক নৌকা ডুবে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তাতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২২ জন, যাদের অধিকাংশই শিশু।
জেলা প্রশাসনের মতে, মৃতের সংখ্যা এখন ২২-এ দাঁড়িয়েছে। মন্ত্রী ভি আবদুরহিমানের মতে, ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। নৌকার নিচে আরো মানুষ আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ডুবে যাওয়া নৌকাটিকে তীরে আনার চেষ্টা চলছে। দমকল কর্মী ও স্বেচ্ছাসেবীদের সহায়তায় উদ্ধার কাজ চলছে। পুলিশের মতে, গতকাল সন্ধ্যা ৭টার দিইকে এ ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনই জানা যায়নি।
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষতিগ্রস্তদের পরিবারগুলির জন্য জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা ঘোষণা করেছেন।
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও মৃত্যুতে শোক প্রকাশ করে একটি বিবৃতি জারি করেছেন এবং মালাপ্পুরম জেলা শাসককে একটি জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী সব আনুষ্ঠানিক কর্মসূচি বাতিল করেছেন এবং আগামীকাল সকালে তানুরে যাবেন।
কেরালার ক্রীড়া মন্ত্রী ভি আবদুরহিমান, যিনি পর্যটন মন্ত্রী পিএ মোহাম্মদ রিয়াসের সাথে উদ্ধার অভিযানের তদারকি করছেন, বলেছেন যে নিহতদের বেশিরভাগই শিশু যারা গরমের স্কুল ছুটির মধ্যে বেড়াতে এসেছিল।
Comments :0