উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় লখনপুরের কাছে কালী নদীতে গাড়ি পড়ে ৬ জনের মৃত্যু হয়েছে।
পিথোরাগড়ের পুলিশ সুপার লোকেশ্বর সিং জানিয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ধারচুলা-লিপুলেখ সড়কে। নিহতরা আদি কৈলাসের 'দর্শন' করার পরে ফিরছিলেন। গাড়িতে মোট ছয়জন ছিলেন। নিহতদের মধ্যে দুজন বেঙ্গালুরুর, দুজন তেলেঙ্গানার এবং দুজন উত্তরাখণ্ডের বাসিন্দা বলে জানিয়েছেন এসপি। তিনি বলেন, প্রচন্ড অন্ধকার দুর্গম পথের কারণে দেহ উদ্ধারের কাজ শুরু করা যাচ্ছিল না। বুধবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু হবে বলেও জানান তিনি।
ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
Comments :0