মার্মান্তিক দুর্ঘটনা মহারাষ্ট্রের আকোলা জেলায়।
একটি টিনের চালায় গাছ পড়ে অন্তত সাতজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় মহারাষ্ট্রের আকোলায় এই ঘটনা ঘটে। প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গেছে যেই সময় গাছটি ভেঙে পড়ে সেই সময় ওই চালার তলায় প্রায় ৪০ জন মানুষ ছিলেন।
প্রবল ঝড় বৃষ্টির কারণে পুরানো গাছ টিনের শেডের ওপর ভেঙে পড়ে। পুলিশ জানিয়েছে গাছে চাপা পড়েন ৩৫ থেকে ৪০ জন। ঘটনাস্থলে মৃত্যু হয় ৪ জনের। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় ৩ জনের।
পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গেছে, রবিবার সন্ধ্যায় আকোলা জেলার পারস গ্রামের বাবুজি মহারাজ মন্দিরে বিপুল সংখ্যক মানুষ ভিড় জমিয়েছিলেন। সেই সময়ে মন্দিরে পূজা চলছিল। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। বৃষ্টির হাত থেকে বাঁচতে সেই সময়ে অনেকে মন্দিরের সামনে একটি টিনের শেডের নীচে আশ্রয় নেয়। তখনই ভেঙে পড়ে গাছটি।
ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের। গুরুতর আহতদের আকোলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার।
Comments :0