ABHAYA CLINIC PANIHATI

বিচারের দাবি রেখেই অভয়া ক্লিনিকে রোগীদের হাতে চারাগাছ

জেলা

পানিহাটি এলাকায় অভয়া ক্লিনিকে চিকিৎসক আসফাকুল্লা নাইয়া, দোবাশিস হালদার, স্নিগ্ধা হাজরা দেখছেন রোগীদের। ছবি: অভিজিৎ বসু

বত্রিশ বছরের জন্মদিন পালন করা হলো চোখের জলে। আর জি কর হাসপাতালে কর্মরত অবস্থায় নিহত চিকিৎসকের ন্যায় বিচারের দাবিতেই হয়েছে অভয়া ক্লিনিক। জুনিয়র ডক্টর্স ফ্রন্ট নাটাগড় মহেন্দ্র নগর এবং পার্থপুর বাজার মোড়ে অভয়া ক্লিনিক করে। ছিলেন চিকিৎসকরা। রোগীদের বিষেবা দেন ডাঃ দেবাশিস হালদার, ডাঃ আসফাকুল্লা নাইয়া, ডাঃ স্নিগ্ধা হাজরা, ডাঃ অমৃতা ভট্টাচার্য, ডাঃ পুলস্ত্য আচার্য, ডাঃ অগ্নিবীণা কুন্ডু, ডাঃ কিঞ্জল নন্দ, ডাঃ তমোনাশ চৌধুরী প্রমুখ। 
এলাকার এই দুটি শিবিরে দু’শোর বেশি নাগরিক যোগ দেন চিকিৎসা করাতে। আন্দোলনের প্রতি সংহতি জানান তাঁরা। তাঁদের হাতে তুলে দেওয়া হয় চারাগাছ। 
এই এলাকায় এদিন হয়েছে মৌন মিছিলও। মৌন মিছিলে ন্যায় বিচারের দাবিতে অংশ নেন এলাকার বিভিন্ন স্তরের নাগরিকরা। অংশ নেন শিল্পীরা। ছিলেন ডাঃ তমোনাশ চৌধুরী দুলাল চক্রবর্তী বিশিষ্ট ডাক্তার সজল বিশ্বাস বিশিষ্ট আইনজীবী অনির্বাণ মজুমদারও। পানিহাটি নাগরিক সমাজের চেয়ারম্যান দুলাল চক্রবর্তী বলেছেন, ‘‘গোটা রাজ্যের মানুষের কাছে শোকের দিন। আমরা বিচার চাইছি। সব দোষীরা শাস্তি পাক। বিচার ব্যবস্থাকে সঠিক তথ্য না দিলে রায় প্রভাবিত হয়। শিয়ালদহ আদালতের রায়েই উল্লেখ রয়েছে এফআইআর, পোস্ট মর্টেমের অসঙ্গতি আছে। অসঙ্গতি আছে সিবিআই’র তদন্তেও। মৌন মিছিলে বার্তা হলো বিচার সঠিকভাবে করতে হবে। যারা স্বাস্থ্য দুর্নীতিতে যুক্ত তাদের শাস্তি দিতে হবে।’’

Comments :0

Login to leave a comment