SFI Pressmeet

স্কুল বাঁচানোর দাবিতে লড়াই চলবে জানিয়ে দিল এসএফআই

রাজ্য

এসএফআইয়ের আন্দোলনের চাপে ১৩ মার্চ বিধানসভায় ছাত্র নেতৃত্বের সাথে আলোচনায় বসার কথা জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্ধ্যোপাধ্যায়। সেইদিন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা আলোচনার জন্য যাবেন কি তা পরে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে বলে জানিয়েছেন এসএফআই রাজ্য সভাপতি প্রতিকুর রহমান।

শুক্রবার এসএফআইয়ের বিধানসভা অভিযানে শেষে দীনেশ মজুমদার ভবনে সাংবাদিক সম্মেলনে প্রতিকুর বলেন, ‘‘এই সরকার চায় না শিক্ষা বিষয়ক কোন আলোচনা বিধানসভায় চায় না। তারা গরু চুরি কয়লা চুরির মতো বিষয় নিয়ে আলোচনা চান।’’ তিনি আরও বলেন, ‘‘এই সরকারকে ধিক্কার বিধানসভার অধিবেশনে শিক্ষা বিষয়ক আলোচনা না করার জন্য।’’

এসএফআইয়ের এই বিধানসভা অভিযানকে কেন্দ্র করে সৃজন ভট্টাচার্য, ময়ুখ বিশ্বাস, দীপ্সিতা ধর সহ একাধিক ছাত্র ছাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। হাওড়া এবং কলকাতা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। এদিনের সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সভাপতি বলেন, ‘‘আমরা কলকাতা এবং হাওড়া পুলিশকে চার ঘন্টা সময় দিয়েছে। যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মুক্তি দেওয়ার জন্য। যদি তারা তা না করে তবে গোটা রাজ্য জুড়ে বৃহত্ত্বর আন্দোলনে নামবে ছাত্র ছাত্রীরা।’’

তাঁর কথায় বৃহস্পতিবার রাত থেকেই হাওয়া গরম করার চেষ্টা চালায় পুলিশ। এদিন মিছিল আটকানোর চেষ্টা করলেও ব্যার্থ হয়েছে পুলিশ প্রশাসন। 

প্রতিকুর রহমান জানিয়েছেন রাজ্যের ১৪ হাজারের বেশি যেই স্কুল গুলি বন্ধ হয়ে গিয়েছে এবং যেই গুলি বন্ধ করার পরিকল্পনা সরকার নিয়েছে সেই স্কুল গুলির সামনে বিক্ষোভ দেখাবেন এসএফআই কর্মীরা। রহমান বলেন, ‘‘আগামীকাল থেকে গোটা রাজ্য জুড়ে যেই স্কুল গুলো এই সরকার বন্ধ করে দিয়েছে এবং বন্ধ করার পরিকল্পনা নিয়েছে সেখানে পিকেটিং করবে এসএফআই। ছাত্র, ছাত্রী, অভিভাবক, শিক্ষক, শিক্ষিকাদের নিয়ে স্কুল গুলির বাঁচানোর দাবিতে লড়াই চলবে।’’  

Comments :0

Login to leave a comment