Accident in Farakka

রেললাইনে ট্রাক, অল্পের জন্য রক্ষা তিস্তা তোর্সা এক্সপ্রেস

রাজ্য

Accident in Farakka

নিয়ন্ত্রণ হারিয়ে ফারাক্কা ব্যারেজের রেলিং গার্ড ভেঙে রেললাইনে ঢুকে পড়ল মালবাহী ট্রাক। চালকের তৎপরতায় অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল তিস্তা তোর্সা এক্সপ্রেস। সোমবার রাতে এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেলের আধিকারিকরা। জানা গেছে একটি ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্সকে ধাক্কা মেরে ফরাক্কা ব্যারেজের রেলিং গার্ড ভেঙে দিয়ে রেল লাইনের উঠে পড়ে। সেই সময় মালদা দিক থেকে ফারাক্কার দিকে আসছিল তিস্তা তোর্সা এক্সপ্রেস। অল্পের জন্য রক্ষা পায় ট্রেনটি। লাইনে দাঁড়িয়ে পড়ে তিস্তা তোর্সা এক্সপ্রেস। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। দাঁড়িয়ে পড়ে বেশ কয়েকটি দুরপাল্লার গাড়িও। দুর্ঘটনার পরেই ট্রাকটিকে রেল লাইনের থেকে সরিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় রেল পুলিশের পক্ষ থেকে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
 

Comments :0

Login to leave a comment