Adhir Chowdhury attack Mamata Banarjee

প্রধানমন্ত্রীর কথায় রাহুল গান্ধীকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী : অধীর চৌধুরী

জাতীয়

‘প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী একসাথে রাহুল গান্ধীর ভাবমূর্তি ক্ষুন্ন করতে চাইছে’। সোমবার সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

তিনি আরও বলেছেন যে, প্রধানমন্ত্রীর কথায় মমতা ব্যানার্জি রবিবার রাহুল গান্ধীকে আক্রমণ করেছেন। চৌধুরীর কথায় নিজেকে সিবিআই এবং ইডির হাত থেকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রীর কথায় তিনি কংগ্রেসকে আক্রমণ করছেন।

 

সংসদের অচলাবস্থায় মোদীকে দায়ী করার বদলে রাহুল গান্ধীকেই আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাহুল গান্ধীর বিদেশে করা মন্তব্য নিয়ে হইচই পাকিয়ে ট্রেজারি বেঞ্চ থেকে সংসদ অচল করে রাখায় সারা দেশজুড়ে যখন মোদী সরকার ও বিজেপিকে ধিক্কার জানানো হচ্ছে, তখন মমতা ব্যানার্জি নিশানা করেছেন কংগ্রেসের দিকে। রবিবার তিনি বলেছেন, রাহুল গান্ধী মোদীরই লোক, রাহুল গান্ধী থাকলে মোদীকে কেউ কোনোদিন হারাতে পারবে না।

 

সাগরদিঘির উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর কাছে তৃণমূল হারার পরে দিশাহারা মুর্শিদাবাদের তৃণমূল। জেলায় তৃণমূল নেতারা নিজেরাই মমতা ব্যানার্জিকে বলেছেন, ‘আমাদের দুর্দিন চলছে।’ এই অবস্থায় তৃণমূলকে চাঙ্গা করতে রবিবার বহরমপুরে তৃণমূল কংগ্রেসের জেলা দপ্তরে দলের নেতা, বিধায়ক, সাংসদ ও জনপ্রতিনিধিদের ডাকা হয়েছিল। মুখ্যমন্ত্রী বহরমপুরে না থাকলেও জেলা দপ্তরে ফোন লাউডস্পিকারে দিয়ে তৃণমূল নেতাদের উদ্দেশে ভাষণ দেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি সিপিআই(এম) এবং কংগ্রেসকে আক্রমণ করেন। টাকার খেলায় সাগরদিঘিতে তৃণমূলকে হারানো হয়েছে বলে অভিযোগ করেন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী থেকে রাহুল গান্ধীকে বিজেপির লোক বলে মন্তব্য করেন। 
প্রায় রাইখস্ট্যাগের কায়দায় ভারতের সংসদে গণতন্ত্র হত্যায় দেশজুড়ে নিন্দার বর্শাফলক যখন মোদীর দিকে তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেছে, ‘পার্লামেন্ট বিজেপি চলতে দিচ্ছে না কেন? কারণ রাহুল গান্ধীকে নেতা বানানোর জন্য। কারণ রাহুল গান্ধীর মুখটা থাকলে মোদীকে কেউ কোনোদিন হারাতে পারবে না। কারণ রাহুল গান্ধী হচ্ছে মোদীর সব থেকে বড়, আর কিছু বললাম না বুঝে নিন। সবচেয়ে বড় টিআরপি।’

 

Comments :0

Login to leave a comment