Meghalaya violence

মণিপুরের পরে এবার মেঘালয়ে হিংসা, সংঘর্ষ

জাতীয়

মেঘালয়ের রাজধানীতে ৪ মে কুকি এবং মেইতি সম্প্রদায়ের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। মিজো মর্ডেন স্কুলের কাছে নংরিম পাহাড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দ্রুত কাজ করে এবং উভয় সম্প্রদায়ের ১৬ জনকে গ্রেপ্তার করে।
আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য, কেউ অশান্তি সৃষ্টি এবং সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করলে পুলিশ দুই সম্প্রদায়ের লোকজনকে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।


মেঘালয় হিংসার ঘটনাটি বুধবার মণিপুরে সংঘর্ষ শুরু হওয়ার একদিন পরে হয় এবং উপজাতি হিসেবে মেইতি সম্প্রদায়ের অন্তর্ভুক্তির দাবির বিরোধিতা করতে নাগা এবং কুকি আদিবাসীদের দ্বারা আয়োজিত 'উপজাতীয় সংহতি মিছিল'-এর জন্য হাজার হাজার লোক আসার পরে হিংসাশ্রয়ী হয়ে ওঠে। নাগা এবং কুকিরা রাজ্যের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অন্তত ছয়টি জেলায় ভারতীয় সেনা ও আসাম রাইফেলস মোতায়েন করা হয়েছে। মণিপুর সরকারকে "চরম পরিস্থিতি" দেখলে গুলি করার আদেশ জারি করতে হয়েছে হিংসা নিয়ন্ত্রণ করতে।

Comments :0

Login to leave a comment