AMARNATH YATRA RESUMES

বৃষ্টিতে বন্ধ থাকার পর শুরু অমরনাথ যাত্রা, চালু যান চলাচল

জাতীয়

AMARNATH YATRA RESUMES ছবি সোশাল মিডিয়া থেকে।

তিনদিন বন্ধ রাখার পর চালু হলো অমরনাথ যাত্রা। পঞ্জতরনি এবং শেষনাগ বেস ক্যাম্প থেকে রবিবার শুরু হয়েছে যাত্রা। 

টানা বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার জন্য তিনদিন স্থগিত রাখতে হয় অমরনাথ যাত্রা। উত্তর ভারত জুড়ে ব্যাপক বৃষ্টিপাত চলছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর পশ্চিম ভারতে এমন বৃষ্টিপাত। 

রবিবার আকাশ পরিষ্কার হতে দেখে যাত্রা শুরু করার সঙ্কেত দেয় কর্তৃপক্ষ। পঞ্জতরণি বেস ক্যাম্পে এক সরকারি আধিকারিক সংবাদমাধ্যমে বলেছেন যে দর্শনার্থী এবং পর্যটকদের যাঁরা ফিরছেন, তাঁদের বালতাল বেস ক্যাম্পে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। 

অনন্তনাগে সেনা ছাউনিতে সাতশো দর্শনার্থীকে রাখা হয়েছিল। এদিন আবহাওয়া ভাল হওয়ায় জম্মু শ্রীনগর জাতীয় সড়কে গাড়ি চলাচলও শুরু হয়েছে। প্রায় তিন হাজার গাড়ির সারি আটকে ছিল এই জাতীয় সড়কে। রামবনে জাতীয় সড়কের প্রায় চল্লিশ মিটার দৈর্ঘের রাস্তা ধুয়ে গিয়েছে ধসে। এখানে সাড়ে তিন হাজার গাড়ি আটকে রয়েছে। এই রাস্তাতে যান চলাচলের চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা। অমরনাথ যাত্রার সঙ্গে জম্মু ও কাশ্মীরের পর্যটন ব্যবসা জড়িত। জড়িত স্থানীয় বহু মানুষের জীবিকাও। 

Comments :0

Login to leave a comment