Ramdev

‘শরবত জিহাদ’ প্রচার হাইকোর্টের কড়া ধমক রামদেবকে

জাতীয়

পতঞ্জলি সংস্থার মালিক বাবা রামদেব।

‘রুহ আফজা’-কে ব্যবসায় হারাতে একেবারে ধর্মের জিগির তোলা ভিডিও ছাড়লেন রামদেব। পতঞ্জলির পণ্য বেঁচতেই এই কৌশল। তবে দিল্লি হাইকোর্টের ভর্ৎসনা এড়াতে পারলেন না হিন্দুত্ববাদীদের অত্যন্ত ঘনিষ্ঠ রামদেব। 
বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে ফের দুঃখ প্রকাশ করতে হয়েছে রামদেবের আইনজীবীকে। হাইকোর্ট বলেছে গত ২২ এপ্রিলের নির্দেশ পালন করেননি পতঞ্জলি-র প্রধান। 
হামদর্দ সংস্থার বিখ্যাত শরবত রুহ আফজা নামে বিক্রি হয়। রামদেব নিজের প্রচারে এই পণ্যকে বলেছেন ‘শরবত জিহাদ’। 
একেবারে চড়া ধর্মীয় মেরুকরণে নেমে রামদেবের প্রচার, ‘হামদার্দ লাভের টাকা দেয় মসজিদে, মাদ্রাসায়। ওরা ভরসা করে আওরঙ্গজেবে। আমাদের ভরসা রামচন্দ্রে।’ 
বিরক্ত হাইকোর্টের বিচারপতিদের মন্তব্য, ‘এ কারো নিয়ন্ত্রণে নেই।’

Comments :0

Login to leave a comment