SURYA MISHRA DEBRA

ভয় পাচ্ছে, তাই ভোট কবে বলছে না:
তৈরি থাকার আহ্বানে মিশ্র

রাজ্য জেলা

SURYA MISHRA DEBRA মঙ্গলবার ডেবরার দলপতিপুরে সূর্য মিশ্র। রয়েছেন সুশান্ত ঘোষও

চিন্ময় কর

ভয় পাচ্ছেন বলেই পঞ্চায়েতের ভোট কবে স্পষ্ট করছেন না মুখ্যমন্ত্রী। দোনোমোনো করছেন। ভয় পাচ্ছেন, কারণ মানুষের প্রতিবাদ নতুন উচ্চতায় পৌঁছেছে ধাপে ধাপে। কিন্তু বামপন্থীদের তৈরি রাখতে হবে নিজেদের। মানুষ যেখানেই আছেন, পৌঁছাতে হবে। বামপন্থীদের শক্তির উৎস মানুষই। 

মঙ্গলবার ডেবরার দলপতিপুরে সভায় এই বার্তা দিয়েছেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য সূর্য মিশ্র। সাংগঠনিক সভায় বক্তব্য রেখেছেন পার্টির পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুশান্ত ঘোষও। 

মিশ্র বলেছেন, ‘‘তৃণমূল বা বিজেপি’র ঝাণ্ডা ধরে এমন বহু গরিব মানুষ রয়েছেন। বিজেপি যে উচ্চবর্ণের কথা বলছে, তার মধ্যেও গরিব রয়েছেন। দুই দলই জাতের নামে, ধর্মের নামে মানুষকে ভাগ করে। বামপন্থীরা একজোট করে সব মেহনতি মানুষকে। পঞ্চায়েত নির্বাচনে সেই কাজ করতে হবে। সব গরিব, খেটে খাওয়া মানুষকে বলতে হবে বামপন্থীদের উদ্দেশ্য কী। উদ্দেশ্য, গরিবের পক্ষে বিকল্প পঞ্চায়েত গড়া। সেই কারণেই পরাজিত করতে তৃণমূল এবং বিজেপি, দুই শক্তিকেই। দুই শক্তিই গরিবের বিপক্ষে।’’ 

পঞ্চায়েত, পৌরসভার হাতে ক্ষমতা তুলে দেওয়ার যে নীতি পূর্বতন বামফ্রন্ট সরকার গ্রহণ করেছিল, সারা দেশে দৃষ্টান্ত করেছিল, তা সবিস্তারে ব্যাখা করেছেন মিশ্র। তার সঙ্গে আজকের তুলনা টেনেছেন। তিনি বলেছেন, ‘‘প্রত্যেক পাঁচ বছর অন্তর নিয়ম করে ভোট, বামপন্থীরা হারুক বা জিতুক, চৌত্রিশ বছরে হয়েছে। এখন তৃণমূলের মরজি অনুযায়ী ভোট হচ্ছে। একেকটা পৌরসভা পাঁচ বছর পার করেও ভোট হচ্ছে না। পঞ্চায়েত ভোটও ঝুলিয়ে রাখা হচ্ছে।’’ 

মিশ্র বলেছেন যে তৃণমূল এবং বিজেপি দুই শক্তিই ভয় পাচ্ছে। সাগরদিঘির উদাহরণ দিয়েছেন তিনি। মিশ্র বলেছেন, ‘‘উপনির্বাচনে কেবল তৃণমূল হারেনি, হেরেছে বিজেপি-ও। ওদের সময় ভালো যাচ্ছে না। প্রতিবাদ গড়ে উঠছে সর্বত্র, নতুন উচ্চতায় পৌঁছেছে। ভেঙে যাচ্ছে পুলিশের ব্যারিকেড। বামপন্থীরা ধাপে ধাপে লড়াইকে এই উচ্চতায় নিয়েছে।’’ 

সেই সঙ্গেই তিনি বলেছেন যে রাজ্যে বামপন্থীদের আজকের চ্যালেঞ্জ হলো তৃণমূল এবং বিজেপি দুই শক্তির বিরুদ্ধেই লড়তে হচ্ছে। দেশের ওপরে মারাত্মক আক্রমণ নামিয়ে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। আর বিজেপি’কে এ রাজ্যে জায়গা করে দিয়েছে তৃণমূল। তিনি ব্যাখ্যা করেছেন কেন আজকের লড়াইয়ে বামফ্রন্টের বাইরে রয়েছে এমন গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তিকেও একজোট করতে হবে। 

মিশ্র বলেছেন, তৃণমূলের সমর্থকদের কাছেও এই ভূমিকা ব্যাখ্যা করতে হবে। জানাতে হবে যে দু’দলেরই টিকি বাঁধা রয়েছে মৌলবাদী, সাম্প্রদায়িক, ফ্যাসিস্ট লক্ষণসম্পন্ন আরএসএস’র কাছে। তাঁর আহ্বান, ‘‘বিজেপি-কে দিয়ে তৃণমূলকে হটানো বা তার উলটোটা, এ কথা যারা বলছে তাদের প্রতিরোধ করতে হবে। এরা লালঝাণ্ডার কেউ না।’’  

Comments :0

Login to leave a comment