BRIGADE TODAY SEALDAH

শিয়ালদহে জনস্রোত, যুবদের স্লোগান

কলকাতা

শিয়ালদহে সাজানো হচ্ছে মিছিল। ছবি দিলীপ সেন

দিলীপ সেন

শিয়ালদহ স্টেশনেই এখন জমায়েত করা যায়। ট্রেন বাতিল, সূচিতে বদল করেছে রেল। তবু শনিবার রাত থেকেই কোনক্রমে ঠাসাঠাসি করে ব্রিগেড অভিমুখে আসছেন জনতা। রবিবার বেলা বারোটায় এই ছবিই শিয়ালদহে।
বেলা বারোটা নাগাদ শিয়ালদহ চত্বরে স্লোগানের পর স্লোগান। ‘হল্লা বোল’ বা ‘চোর তৃণমূল’ স্লোগানে উত্তাল স্টেশন। বহু নিত্যযাত্রী দাঁড়িয়ে দেখছেন ব্রিগেড যাত্রীদের। বিপুল অংশের ছাত্র-যুবদের দেখা যাচ্ছে শিয়ালদহে। ধরা পড়ছে লড়াইয়ের জেদ।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন