COAL CBI

কয়লা পাচার তদন্তে সিবিআই তল্লাশি কলকাতা, মালদহেও

রাজ্য

কয়লা পাচার কেলেঙ্কারির তদন্তে ফের তল্লাশি চালালো সিবিআই। বৃহস্পতিবার রাজ্যের ১০ জায়গায় চলেছে তল্লাশি। মালদহে সিআইএসএফ’র এক প্রাক্তন জওবানের বাড়িতেও হয়েছে তল্লাশি। 
সিবিআই জানিয়েছে, ইস্টার্ন কোলফিল্ডসের কুনুস্তোরিয়া এবং কাজোরিয়া থেকে বেআইনি কয়লা পাচারের অভিযোগ ঘিরে তদন্ত চলছে। এদিন তল্লাশি সেই তদন্তেই। জানা গিয়েছেো কলকাতা এবং আসানসোলের বিভিন্ন এলাকায় তল্লাশি চলছে। আসানসোলে দু’জায়গায় চলেছে তল্লাশি। 
মালদহের রতুয়া-১ ব্লকের কাহালার জমি ব্যবসায়ী শ্যামল সিংয়ের বাড়িতে পৌঁছে যায় সিবিআই। কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ’র জওয়ান ছিলেন শ্যামল সিং। এখন জমির ব্যবসা করেন। সিআইএসএফ জওয়ানদের মোতায়েন করা হয় কেন্দ্রীয় সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার সম্পত্তির নজরদারিতে।   
কয়লা পাচার দুর্নীতিতে গত বছরের জুলাইয়ে চার্জশিট দিয়েছে সিবিআই। প্রধান অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। তৃণমূল কংগ্রেসের শীর্ষস্তরে টাকার ভাগ পাঠানোর অভিযোগ রয়েছে। চার্জশিটে ৪০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

Comments :0

Login to leave a comment