indian premier league

নতুন ' বৈভবের' সূর্যোদয় ভারতীয় ক্রিকেটে

খেলা

VAIBHAB SURYAVANSHI ছবি সৌজন্য - রাজস্থান রয়্যালস অফিসিয়াল ফেসবুক পেজ

গতকাল আইপিএলের ম্যাচে ইতিহাস গড়েছেন বছর ১৪-র বৈভব সূর্যবংশী। আইপিএলের সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে গড়েছেন শতরানে রেকর্ড। মাত্র ৩৮বলে করেন ১০১ রান । এই ঝোড়ো ইনিংসে তার ব্যাট থেকে আসে ৮টি চার এবং ১১টি ছক্কা। আইপিএলে ২০১০ সালে ইউসুফ পাঠান ৩৭বলে ১০০ করেছিলেন । ১০-র ঘরে বৈভবের রান পৌঁছেছিল মাত্র ৩৫বলেই । তার রেকর্ড ভাঙার জন্য ইউসুফ তাকে অভিনন্দন জানিয়ে বলেছেন ' আইপিএলে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে দ্রুততম শতরান করে আমার রেকর্ড ভাঙার জন্য বৈভবকে অভিনন্দন '। আইপিএলের আগেই তার প্রতিভার নিদর্শন দেখে ফেলেছিল ভারতীয় ক্রিকেট। মাত্র ১২বছর বয়সে অনূর্ধ ১৯ ভারতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৮বলে শতরান করেছিলেন। গত বছর মাত্র ১৩বছর বয়সেই রাজস্থান তাকে সই করিয়েছিল। তখন থেকেই নিজের দিকে সমস্ত লাইমলাইটকে আকর্ষিত করেন বৈভব। ম্যাচ শুরু আগে বৈভব ফোন করেছিলেন নিজের ছোটবেলার কোচ মনীশ ওঝাকে। তাকে নিজের ফুটওয়ার্ক সম্পর্কে বেশ কিছু পরামর্শ দেওয়ার পর কোচকে বৈভব বলেছিলেন ' স্যার আজ মে মারুঙ্গা '। তার প্রিয় ছাত্রকে দেওয়া পরামর্শ যে কতটা কার্যকরী হয়েছিল তা গতকালের ম্যাচেই সুস্পষ্টভাবে বোঝা গেছে । তার বাবা সঞ্জীবও একজন ক্রিকেটপ্রেমী মানুষ। ২০২১সালে যখন শুভমান গিল বর্ডার গাভাস্কার ট্রফিতে শতরান করেন । তখন পপেপার পড়ে তিনি জানতে পারেন যে শুভমনের বাবা তার জন্য সিমেন্টের একটি পিচ বানিয়ে দিয়েছিলেন। সেখানেই ব্যাটিংয়ের অনুশীলন করতেন গিল। সেইমতো সঞ্জীব তার ছেলের জন্য একই পন্থা অবলম্বন করেছিলেন। মজার বিষয় তার ছেলের শতরান এসেছে সেই গিলের দলের বিরুদ্ধেই। ছেলের এই কৃত্বিতে গর্বিত বাবা জানিয়েছেন ' লাগতা হে দিওয়ালি জলদি আ গায়ি '। অর্থাৎ গোটা পরিবার জুড়েই এখন যেন উৎসবের আমেজ । বৈভবের এই কৃতিত্বই তাকে অনুপ্রেরনা যোগাবে পরবর্তীতে ভারতীয় ক্রিকেটে নিজের ছাপ ফেলার জন্য। নিজের ফর্ম হারিয়ে ফেললে প্রত্যাবর্তনের জন্য তাকে অন্য কারোর পারফরম্যান্সের দৃশ্য নয় , নিজের কৃতিত্বের দৃশ্যই এনে দেবে অনুপ্রেরনা ।

Comments :0

Login to leave a comment