CHILD HEIST MEKHLIGANJ

শিশু চুরির আতঙ্ক মেখলিগঞ্জে, তদন্তে পুলিশ

জেলা

শিশু চুরির চেষ্টার অভিযোগ মেখলীিঞ্জের সীমান্তে গ্রাম চিতিয়ারডাঙার মহিলার।

গভীর রাতে মেখলিগঞ্জের সীমান্তবর্তী ১৫৭ জামালদহের চিতিয়ারডাঙ্গা এলাকায় শিশু চুরির আতঙ্ক ছড়িয়েছে। বৃহস্পতিবার আনুমানিক রাত ১টা নাগাদ সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন দরজায় শব্দ শুনতে পান বাসিন্দারা। তাঁরা জানিয়েছেন, ঘরের দরজা ভাঙার চেষ্টা হয়। আলো জ্বালাতেই দেখা যায় মুখ ঢাকা এক ব্যাক্তি ওই বাড়ির শিশুকে নিয়ে পালানোর চেষ্টা করছে। শিশুর মা আতঙ্কে চিৎকার করলে দুষ্কৃতী তাঁর গলায় ধারালো অস্ত্র ধরে চিৎকার থামাতে বলে। তারপরই ছুটে পালিয়ে যায়।

ঘটনা চাউর হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। তবে পড়শিরা খোঁজাখুঁজি করেও কাউকে দেখতে পাননি। স্থানীয় থানায় অভিযোগ জানানো হয়েছে। মেখলিগঞ্জ পুলিশ জানিয়েছে তদন্ত চলছে।

Comments :0

Login to leave a comment