7 January Brigade

৭’র ব্রিগেডের আহ্বানে পদযাত্রা, রক্তদান

জেলা

বরানগরে পদযাত্রা সিপিআই(এম)’র। ছবি: অভিজিৎ বসু

৭ জানুয়ারি ব্রিগেড সমাবেশকে সফল করার আহ্বান জানিয়ে বরানগরে পদযাত্রা করল সিপিআই(এম)। রবিবার এই আহ্বানেই রক্তদান শিবির হয়েছে বেলঘড়িয়ায়।
ব্রিগেড সমাবেশের ডাকে রাজ্যজুড়ে ইনসাফ যাত্রা করছে ডিওয়াইএফআই। সিপিআই(এম) ব্রিগেডের আহ্বানকে আখ্যা দিয়েছে ‘যুবদের ডাকে জনতার সমাবেশ’।
সিপিআইএম বরানগর-২ এরিয়া কমিটির ডাকে এদিন পদযাত্রা হয়েছে। বরানগর পৌরসভার পৌর নিয়োগে দুর্নীতি, জঞ্জাল কর এবং রাজ্য জুড়ে নিয়োগে দুর্নীতির প্রতিবাদও জানিয়েছে পদযাত্রা। অংশ নেন পার্টির উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য রাজীব বিশ্বাস, কিশোর গাঙ্গুলি, সানু রায়, এরিয়া কমিটির সম্পাদক সিদ্ধার্থ গাঙ্গুলি প্রমুখ। 
এদিন সিপিআই(এম) বেলঘড়িয়া এরিয়া কমিটির অন্তর্গত বেলঘড়িয়া দক্ষিণ-পশ্চিম শাখার উদ্যোগে রক্তদান শিবির হয়। রক্ত সংগ্রহ করতে আসেন কলকাতার এসএসকেএম হাসপাতাল ব্লাড ব্যাংকের কর্মীরা। ৫০ জন রক্ত দিয়েছেন। উদ্বোধন করেন সিপিআই(এম) উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদকমন্ডলী সদস্য এবং কামারহাটির প্রাক্তন বিধায়ক মানস মুখার্জি। সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য এবং প্রাক্তন যুবনেতা রবীন দেব, সিআইটিইউ পশ্চিমবঙ্গ কমিটির সভাপতি সুভাষ মুখার্জি, বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি, পার্টিনেতা ঝন্টু মজুমদার, প্রদীপ মজুমদার, সায়নদীপ মিত্র, দেবজ্যোতি দাস প্রমুখ।

Comments :0

Login to leave a comment