বারাসত ছোট জাগুলিয়া হাই স্কুলের অশিক্ষক কর্মচারী মৃত শিবনাথ শী’র বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী কল্যানী শী ও দুই ছেলে শুভাশীষ ও দেবাশীষেরসঙ্গে কথা বলেন সিপিআই(এম) নেতৃত্ব। সেদিনের সেই মর্মান্তিক ঘটনার কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবার। সোমবার অসহয় পরিবারকে সমবেদনা ও পাশে থাকার আশ্বাস দেন সিপিআই(এম) রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য পলাশ দাস, আহমেদ আলি খান সহ পার্টি নেতৃবৃন্দ। সেখান থেকে স্কুলে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানবেন্দ্র মন্ডলের কাছে মৃত শিবনাথ শী’র পরিবারের একজনকে স্থায়ী চাকুরী ও উপযুক্ত ক্ষতিপুরণ ও দোষীদের উপযুক্ত শাস্তির পাশাপাশি স্কুলের পঠন পাঠনের উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান। স্কুলের পরিচালান সমিতির সঙ্গেও এদিন এই ঘটনা প্রসঙ্গে আলোচনা করে তাঁর পরিবারের একজনকে স্থায়ী চাকুরীর দাবি জানান। নেতৃবৃন্দের সঙ্গে ছিলেন রেজাউল হক,হাবিব আলি, উৎপল উপাধ্যায়, শম্ভু দাশগুপ্ত, শ্যামল চাটার্জি সহ ছাত্র যুবরা।
উল্লেখ্য,গত ২৯ নভেম্বর ছোট জাগুলিয়া হাই স্কুলের কয়েকজন ছাত্রের হামলার হাত থেকে বাঁচতে দৌঁড়তে গিয়ে রাস্তায় পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান স্কুলের প্রৌঢ অশিক্ষক কর্মচারী শিবনাথ শী। এই ঘটনার পর এলাকার মানুষ পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। পরে বারাসত হাসপাতালে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি সহ সভাপতি মহম্মদ গিয়াসউদ্দিন বাবলু মৃতের পরিবারকে সভানুভূতি জানাতে গেলে এলাকার মানুষ তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান ও সিসি টিভি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করে তাদের শাস্তির দাবি জানান।
Chhota Jagulia High School
মৃত শিক্ষাকর্মীর বাড়িতে সিপিআই(এম) নেতৃবৃন্দ
×
Comments :0