Ed Summoned

নতুন তথ্যকে হাতিয়ার করে সুকন্যকে ফের তলব

রাজ্য

Ed Summoned



মুখ্যমন্ত্রী শংসাপত্র দিয়েছিল তাঁর বাবাকে। গোরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে ফের তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এর আগে দিল্লিতে ইডি দপ্তরে বাবার সঙ্গে মুখোমুখি জেরা এড়িয়ে যান অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। গোরু পাচার কাণ্ডে গত ১৫ মার্চ তাঁকে দিল্লিতে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। সেদিন সকালে তাঁর আইনজীবী ইডি দপ্তরে ই-মেল করে জানান এদিন জেরায় উপস্থিত থাকতে পারবেন না সুকন্যা মণ্ডল। তিনি যাননি। ফের তাঁকে তলব করা হয়। সেবারও হাজিরা এড়িয়ে যান সুকন্যা মন্ডল। মনীশ কোঠারির গ্রেপ্তারিতেই ভয় পেয়ে কি অনুব্রত কন্যা হাজিরা এড়িয়েছেন এই প্রশ্ন থেকেই যাচ্ছে। ইডি’র দাবি, দু'বার তাঁকে নোটিস পাঠানো হলে তিনি হাজির হননি। জেরা এড়িয়ে গেলেও সুকন্যা মণ্ডলকে তাঁর বাবা অনুব্রত মণ্ডলের মুখোমুখি হতেই হবে বলে দাবি করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারীকরা। 

ফের একবার তাঁকে আগামী সপ্তাহে দিল্লির ইডি দপ্তরে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। অনুব্রত মণ্ডল সহ অন্যান্যদের জেরা করে বেশ কিছু নতুন তথ্য ইডির হাতে এসেছে। সেইসঙ্গে নতুন কিছু সম্পত্তি ও ব্যাঙ্ক লেনদেনের খবরও তাঁদের হাতে এসেছে। ইডি সূত্রে খবর সব তথ্যেই রয়েছে সুকন্যা নন্ডলের নাম। জানা গেছে সেই সব নিয়ে সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। এবারও তিনি হাজিরা এড়িয়ে যাবেন নাকি বাবা অনুব্রত মন্ডলের মুখোমুখি বসে কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার প্রশ্নের জবাব দেবেন সেটাই দেখার।

গোরু পাচার কাণ্ডে এখন তিহাড় জেলে রয়েছে অনুব্রত মণ্ডল ও মনীশ কোঠারি, ও অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন। গোরু পাচার কাণ্ডে কোটি কোটি টাকার লেনদেনের নথি ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে রয়েছে। ফলে জেরা এড়িয়ে গেলেও সুকন্যা মণ্ডলকে তাঁর বাবা অনুব্রত মণ্ডলের মুখোমুখি হতেই হবে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
 

Comments :0

Login to leave a comment