Same-Sex Marriage hearing

সমলিঙ্গে বিবাহে সেই ‘না’, কিন্তু সমস্যা দেখতে কমিটি গঠনে রাজি কেন্দ্র

জাতীয়

সমলিঙ্গে বিবাকে আইনি স্বীকৃতি দেওয়া পক্ষে একাধিক মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত বেঞ্চে চলছে সেই সব মামলার শুনানি। বুধবার সেই মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটার জেনারেল তুষার মেহেতা আদালতকে বলেন যে সমলিঙ্গ যুগল একসঙ্গে থাকতে চাইলে যে ধরনের সামাজিক প্রতিকুলতার সম্মুখিন হয় তা দেখার জন্য কেবিনেট সেক্রিটারির নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করবে কেন্দ্রীয় সরকার। যারা সমলিঙ্গ যুগলদের সমস্যা ক্ষতিয়ে দেখবে প্রয়োজনে।


সমলিঙ্গে বিবাহের আইনি স্বিকৃতির প্রথম থেকেই বিরোধিতা করে আসছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের দাবি ভারতীয় সমাজ ব্যবস্থার পরিপন্থী সমলিঙ্গে বিবাহ। গত ২৭ এপ্রিলের শুনানীতে সুপ্রিমকোর্ট কেন্দ্রের কাছে জানতে চেয়েছিল সমলিঙ্গ যুগলদের সামাজিক সুরক্ষা প্রসঙ্গে কেন্দ্রের কি কিছু ভাবনা চিন্তা রয়েছে। বহু ক্ষেত্রেই সমলিঙ্গ যুগলদের সামাজিক ভাবে হেনস্তা হতে হয়। সেক্ষেত্রে তাদের সামাজিক সুরক্ষা দিতে কেন্দ্রের কি ভূমিকা থাকবে। এছাড়াও ব্যাঙ্ক আ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বা বিভিন্ন বীমা করার ক্ষেত্রে কি উপায়ে সমলিঙ্গ যুগল সরকারি সহায়তা পাবে। সেই প্রশ্নের উত্তরে বুধবার কমিটি গঠন করার কথা বললেও সামজিক প্রকল্পে সমলিঙ্গ যুগলদের কোনও সুবিধা পাবে কি না তা স্পষ্ট করেনি কেন্দ্র

Comments :0

Login to leave a comment