দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা মঙ্গলবার মুখ্য সচিবকে সরকারি বিজ্ঞাপন হিসেবে প্রকাশিত রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য ক্ষমতাসীন আম আদমি পার্টির (AAP) থেকে ৯৭ কোটি টাকা আদায় করার নির্দেশ দিয়েছেন।
এল-জি সাক্সেনা বলেছেন দিল্লির শাসক দল সুপ্রিম কোর্টের আদেশ, ২০১৬-এর দিল্লি হাইকোর্টের আদেশ এবং ২০১৬-এর গভর্নমেন্ট অ্যাডভারটাইজিং-এর (CCRGA) বিষয়বস্তু নিয়ন্ত্রণ কমিটির আদেশ লঙ্ঘন করেছে।
লেফটেন্যান্ট জেনারেল দ্বারা জারি করা আদেশের প্রতিক্রিয়া জানিয়ে, আপ নেতা সৌরভ ভরদ্বাজ বলেছেন, ‘‘এল-জি-র এই ধরনের আদেশ জারি করার ক্ষমতা নেই’’।
‘‘বিজেপি বলছে কেন দিল্লি সরকারের বিজ্ঞাপন দিল্লির সংবাদপত্রের বাইরে প্রকাশিত হচ্ছে গত এক মাস ধরে। বিজেপির এমন কোনও রাজ্য নেই যার বিজ্ঞাপন দিল্লিতে প্রকাশিত হয়নি,’’ বলেছেন ভরদ্বাজ।
তিনি যোগ করেছেন, ‘‘বিজেপির লেফটেন্যান্ট ভুয়ো শিরোনামের আড়ালে কাজ করছে। তিনি এখন তার চিঠিতে বিজেপির একজন মুখপাত্রের মতো যুক্তি দিচ্ছেন। তাঁর চিঠিটি নির্বুদ্ধতায় ভরা। আইনগতভাবে মূল্যহীন তাঁর চিঠি। আমরা উপেক্ষা করেছি নির্দেশটি’’।
Delhi L-G
বিজ্ঞাপনে অসংগতি নিয়ে দিল্লিতে লেফটেন্যান্ট এবং আপের মধ্যে চাপানউতর
×
Comments :0