বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত এক কিশোরীর। জানা গিয়েছে দমদম মতিঝিল অঞ্চলের বছর ক্ষোলোর এই কিশোরীকে গুরুতর অবস্থায় শুক্রবার ভর্তি করা হয়েছিল বেলেঘাটা আইডি হাসপাতালে। তাঁকে সিসিইউ’তে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রাণ বাঁচানো যায়নি।
চলতি মরশুমে রাজ্যে ডেঙ্গুতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত বহু।
জানা গিয়েছে দমদমের এই কিশোরে প্রথমে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। সুস্থ না হওয়ায় কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হতে থাকলে উন্নততর চিকিৎসার জন্য অন্য কোনও হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। তাঁকে এরপর বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Comments :0