CPIM Deputation

শিলিগুড়ি শহরের আইনশৃঙ্খলার অবনতি, থানায় স্মারকলিপি

জেলা

CPIM Deputation

শিলিগুড়ি শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি ঘটনার উল্লেখ করে প্রতিবাদ জানিয়ে প্রধাননগর থানায় স্মারকলিপি দেওয়া হয়েছে। সিপিআই(এম) শিলিগুড়ি ১নং এরিয়া কমিটি ও চম্পাসারি পাথরঘাটা এরিয়া কমিটির পক্ষ থেকে সোমবার দুপুরে প্রধাননগর থানার ইন্সপেক্টর ইনচার্জের উদ্দেশ্যে স্মারকলিপি দেওয়া হয়েছে। এদিন স্মারকলিপি দেওয়াকে কেন্দ্র করে চম্পাসারি মোড় এলাকা থেকে এলাকার সাধারন মানুষজনকে নিয়ে বড় ধরনের মিছিল অনুষ্ঠিত করা হয়। মিছিলটি চম্পাসারি মোড় থেকে বেরিয়ে প্রধাননগর থানার সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সিপিআই(এম)’র প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করেন। 


সম্প্রতি শিলিগুড়িতে জমি মাফিয়াদের সাথে পুলিসের গুলি চালনাকে কেন্দ্র করে দুই পক্ষ গুলিবিদ্ধ হয়, যা অতীতে কখনও শহরে ঘটেনি। এই ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে। এছাড়াও পাক গুপ্তচর গুড্ডু নামে এক দেশদ্রোহীকে আটক করা হয়েছে শহর থেকে। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। দক্ষিণ পলাশ নতুন বাজারের বাসিন্দা এক স্কুল ছাত্রীকে অপরহরন ও শারিরীক অত্যাচারের পরে নির্মম হত্যাকান্ডের ঘটনায় যুক্ত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পাশাপাশি রবিরত্ন স্কুলের মাঠে প্রতিদিন নেশার আসর বসে। সমস্ত ক্ষেত্রে সমাজবিরোধীদের দৌরাত্ম্য বন্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে। এদিন স্মারকলিপি দেবার সময় উপস্থিত ছিলেন জয় চক্রবর্তী, সৌরভ সরকার, ভবেশ ঘোষ, লক্ষ্মন ঘোষ, শম্ভু প্রসাদ, ভীম শর্মা, মহিলা নেত্রী সিগ্ধা হাজরা, শিবানী দাশগুপ্ত প্রমুখ।

  
এদিন স্মারকলিপি দেবার পর সিপিআই(এম) নেতা জয় চক্রবর্তী বলেন, উপরিউক্ত বিভিন্ন ঘটনাগুলি ছাড়াও একের পর এক ঘটেই চলেছে শহর জুড়ে। যে কারনে একদিকে যেমন শহরবাসীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন পাশাপাশি প্রশাসনের ভূমিকাও বর্তমান সময়ে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। শিলিগুড়ি শহরবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। এক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করার সাথে সাথে প্রতিটি অপরাধমূলক কাজের জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবারও কথা বলেন তিনি। দ্রুত এবিষয়গুলি বিবেচনা করে ব্যবস্থা নেওয়া না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।     
 

Comments :0

Login to leave a comment