Teachers' Recruitment Scam

নিয়োগ দুর্নীতি মামলায় এবার তলব যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষকে

রাজ্য

Teachers Recruitment Scam


নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিজিও কমপ্লেক্সে ইডি’র জেরার মুখে বসতে চলেছেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। আগামী শুক্রবার সকাল ১১ টায় তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি।  ইডির তরফে তাঁকে নোটিস পাঠানো হয়েছে মঙ্গলবার। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন হুগলির যুব তৃণমূল কংগ্রেস নেতা কুন্তল ঘোষ। আপাতত জেলে রয়েছেন তিনি। নিয়োগকাণ্ডে ধৃত প্রতারক কুন্তল ঘোষের সূত্রে সায়নী ঘোষের নাম উঠে এসেছে এমনটাই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তথ্য জানতে সায়নী ঘোষকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।


ইডি একটি সূত্রে জানা গেছে কুন্তল ঘোষের সম্পত্তি নিয়ে তদন্তে করতে গিয়ে উঠে আসে সায়নী ঘোষের নাম। কুন্তলের সঙ্গে একাধিক ছবিতে দেখা গিয়েছে সায়নী ঘোষকে। ইডির দাবি সম্পত্তি কেনাবেচাতেও নাম জড়িয়েছে সায়নীর। তাঁর কুন্তল ঘোষের সঙ্গে তার কিভাবে পরিচয়। আদো তাকে চেনেন কিনা। কুন্তল ঘোষের কাছ থেকে সায়নীর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা। সেইসব প্রশ্নের উত্তর জানতে তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায়। ইডি সূত্রে দাবি কুন্তল ঘোষের বয়ানের সূত্রে ধরেই তলব করা হয়েছে সায়নীকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বেশকিছু প্রশ্নের উত্তর পেতে চান তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

Comments :0

Login to leave a comment