Modi on China

ট্রাম্পের শুল্ক চাপায় চীনের সঙ্গে সম্পর্কে জোর মোদীর

জাতীয় আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক মোদীর।

চীনের সঙ্গে দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক সম্পর্ক গড়তে আগ্রহী ভারত। চীনের রাষ্ট্রপতি শি জিনপিঙের সঙ্গে বৈঠকের আগে একথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
‘ইওমিউরি শিমবুন’-কে দেওয়া সাক্ষাৎকারে মোদী বলেছেন, ‘‘পারস্পরিক স্বার্থ এবং সম্ভ্রম মর্যাদা পায় এমন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরালো করতে আগ্রহী ভারত।’’
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও’র বৈঠকে যোগ দেবেন মোদী। ৩১ আগস্ট দ্বিপাক্ষিক বৈঠক হবে চীনের রাষ্ট্রপতি শি জিনপিঙের সঙ্গে। ১ সেপ্টেম্বর, সোমবার, মোদীর সঙ্গে বৈঠক হওয়ার কথা রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে। আমেরিকার ট্রাম্প প্রশাসনের শুল্কযুদ্ধের মধ্যে এই বৈঠককে গুরুত্বপূর্ণ মনে করছে আন্তর্জাতিক মহল। 
ভারতীয় পণ্য আমদানিতে মোট ৫০ শতাংশ শুল্ক কার্যকর করেছে আমেরিকা। তার মধ্যে ২৫ শতাংশ জরিমানা চাপানো হয়েছে রাশিয়ার থেকে পেট্রোলিঙাম আমদানির জন্য। আমেরিকার ট্রেজারি সচিব এমনকি দাবি করেছেন যে পুতিনের ইউক্রেন যুদ্ধ চালানোর পিছনে ভারতের মদত আছে। 
মোদী এদিন বলেছেন, ‘‘শি জিনপিঙের আমন্ত্রণে তিয়ানজিনে এসসিও শীর্ষ বৈঠকে অংশ নেব। গত বছর কাজানে শি’র সঙ্গে বৈঠকের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচক গতি এসেছে।’’ 
মোদী বলেন, ‘‘বিশ্বের দুই বৃহৎ জনসংখ্যা সম্পন্ন দেশ প্রতিবেশীও। এই দুই দেশের সম্পর্ক বিশ্বশান্তির পক্ষেও ইতিবাচক।’’ 
মোদী বলেন, ‘‘বহুমেরু এশিয়া এবং বহুমেরু বিশ্বের জন্য চীন এবং ভারতের যৌথ প্রয়াস গুরুত্বপূর্ণ।’’
উল্লেখ্য, মোদীর প্রধানমন্ত্রিত্বের মেয়াদে আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা কয়েক ধাপ বাড়িয়েছে ভারত। আমেরিকার অনুগামী সঙ্গী হিসেবে যোগ দিয়েছে প্রশান্ত মহাসাগরে চীন বিরোধী চার দেশের গোষ্ঠী কোয়াডেও। আমেরিকার সঙ্গে বাণিজ্য আলোচনাও চলছে। তবে এই নীতিতে ভারতের লাভ হয়নি। বিপাকে পড়ে রাশিয়া বা চীনের সঙ্গে সম্পর্ক বাড়ানোর কথা বলছেন মোদী। 
শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করেন মোদী। অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে।

Comments :0

Login to leave a comment