English Bazar Maldaha

বিকেলের বৃষ্টিতে ভাসছে ইংরেজবাজার

জেলা

জলমগ্ন ইংরেজবাজার। সোমবার ছবি উৎপল মজুমদারের।

বিকেলের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল ইংরেজবাজারের ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা। মালদহের ইংরেজবাজার পৌরসভা এলাকার এই নম্বর ওয়ার্ডের নাগরিকরা দীর্ঘদিন ধরেই বেহাল নিকাশি ব্যবস্থার শিকার। 

একটু বৃষ্টিতেই এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাএলাকা জলমগ্ন হয়ে যায়। সোমবার বিকালে বৃষ্টি হওয়ায় এলাকার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এই সমস্যা নিয়ে বামফ্রন্টের পক্ষ থেকে তৃণমূল পরিচালিত পৌর কর্তৃপক্ষকে বার বার ডেপুটেশন দেওয়া হয়েছে। তবে নিকাশি ব্যবস্থার হাল ফেরানোর চেষ্টা হয়নি। 

Comments :0

Login to leave a comment